বিনোদন

মধুচন্দ্রিমায় কাঞ্চন-শ্রীময়ী! ছবি থেকে রোমান্টিক ভিডিও সবই ভাগ করে নিচ্ছেন অনুরাগীদের সঙ্গে

Honeymoon Kanchan-Shrimayi! Sharing everything from pictures to romantic videos with fans

The Truth of Bengal: বিয়ের কয়েক মাস পরে মধুচন্দ্রিমায় মজেছেন কাঞ্চন-শ্রীময়ী। একান্ত সময় কাটানোর নানান মুহূর্ত ভাগ করে নিচ্ছেন ভক্তদের সাথে। সোশ্যাল মিডিয়ায় নজর রাখলে প্রায় দেখা যাচ্ছে তাদের মধুচন্দ্রিমা কাটানোর বিশেষ মুহূর্তের ছবি। কখনো দেখা যাচ্ছে পুলের জলে ডুবে রয়েছে, আবার কখনো দেখা যাচ্ছে রিসোর্টের গোলাপের পাপড়ি দিয়ে সাজানো বিছানা, এবার দেখা গেল সমুদ্রের পাড়ে কাঞ্চনের হাত ধরে হাঁটছে শ্রীময়ী। সামনে নীল অনন্ত সমুদ্র সমুদ্র সৈকতে সাদা বালিয়াড়ি, তার ওপর দিয়ে খালি পায়ে হাতে হাত ধরে হাঁটলেন কাঞ্চন শ্রীময়। কাঞ্চনের পরনে ছিল নীল ট্রাউজার আর নীল ফ্লাওয়ার প্রিন্টের সাদা শার্ট, আর শ্রীময়ই পড়েছে গোলাপি রঙের গাউন পায়ে নুপুর। রোমান্টিক মুড ভিডিও করে ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সাথে।

উল্লেখ্য, বিয়ের প্রায় ছ মাস পর কেটে গেল মধুচন্দ্রিমায় নিয়ে যাচ্ছিলেন না কাঞ্চন তা নিয়ে একরাশ ক্ষোভ নিয়ে ছিলেন শ্রীময়ী। তবে সেই ক্ষোভ মিটিয়েছেন কাঞ্চন।  শ্রীময়কে নিয়ে পাড়িয়ে দিয়েছেন মালদ্বীপে। একান্তেই রোমান্টিক মেজাজে সময় কাটাচ্ছেন তারকা দম্পতি।

Related Articles