প্রয়াত মিঠুন চক্রবর্তীর প্রাক্তন স্ত্রী
Helena Luke, the first wife of the late Mithun Chakraborty

Truth of bengal: প্রয়াত মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী হেলেনা লিউক। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। সূত্রের খবর, রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী। এ ও জানা গিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রেই মৃত্যু হয় জনপ্রিয় এই অভিনেত্রীর। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেন নৃত্যশিল্পী তথা অভিনেত্রী কল্পনা আইয়ার।
তবে কি কারণে মৃত্যু হল তা এখনো জানা যায়নি। হেলেনা তার শেষ সোশ্যাল মিডিয়া পোস্ট করেন রবিবার। সেই পোস্ট হেলেনা লেখেন, কীরকম একটা অস্বস্তি অনূভূতি হচ্ছে, জানি না হঠাৎ এমন কেন লাগছে। খুবই ভারাক্রান্ত ও কনফিউজড লাগছে। আর এর পরেই অভিনেত্রীর মৃত্যুর খবর আসে। জানা যায়, দীর্ঘদিন ধরেই মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা হেলেনা। আর সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।
উল্লেখ্য, ১৯৮৫ সালে অমিতাভ বচ্চনের বিপরীতে ‘মর্দ’ ছবিতে দেখা গিয়েছিল হেলেনাকে। তবে তার আগে থেকেই মিঠুনের সঙ্গে তার সম্পর্ক। ১৯৭৯ সালে তাঁদের বিয়ে হয়। তবে সেই বিয়ের স্থায়ীত্ব মাত্র চার মাস। এক সাক্ষাৎকারে মিঠুনের সঙ্গে তার সম্পর্কের তিক্ততা ও ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী। তার মৃত্যুর পর বিভিন্ন সংবাদ মাধ্যমে ঘুরছে অভিনেত্রীর সাক্ষাৎকার।