বিনোদন

ম্যাথিয়াসের অবসরে খুশি তাপসী, স্বামীকে ঘর মুছতে বললেন অভিনেত্রী 

Happy with Mathias' retirement, Taapsee asked her husband to clean the house

The Truth Of Bengal: দীর্ঘ পথ অতিক্রম করার পর এবার অবসর নিলেন ব্যাডমিন্টন কোচ ম্যাথিয়াস বো। অবসর নেবার পরে ইনস্টাগ্রামে লম্বা পোস্ট করে তিনি লিখেছেন, ”আমার কোচে থাকার দিন শেষ হল। আমি ভারতের জন্য বা অন্য কোনও দেশের হয়ে খেলব না। আমি জীবনের বহু সময় এই ব্যাডমিন্টনকে দিয়েছি।

কোচের পদে থাকা সত্যিই খুব দায়িত্বের কাজ। আমি এখন ক্লান্ত। বুড়ো হয়েছি। তাই অবসর নিলাম।” তবে স্বভাবে খোশমেজাজি ম্যাথিয়াস  মজার ছলেই পোস্টটি লিখেছিলেন। তাঁর পোস্ট পড়ে  অনুরাগীদের বুঝতে কোথাও অসুবিধে হয়নি যে, তাঁর কাছে অবসর নেওয়াটা কতটা বেদনাদায়ক। তবে ম্যাথিয়াসের অবসর নেবার বিষয়টিকে স্বাগত জানিয়েছে তাঁর স্ত্রী। ম্যাথিয়াসের অবসররে খুবই খুশি হয়ে তাঁর স্ত্রী তাপসী তাঁকে নির্দেশ দিয়েছেন, ”অনেক হয়েছে। এবার ঘরের কাজ কর। ঘরে মোছো, জামা কাপড় ধুয়ে দাও, রান্না কর, এবার সংসার করার পালা!”

চলতি বছরের ২৩ মার্চেই ম্যাথিয়াসের সাথে এক সুতোয় বাঁধা পড়েন তাপসী।তাপসী পাঞ্জাবি পরিবারের মেয়ে হলেও ম্যাথিয়াস ডেনমার্কের বাসিন্দা। খেলা আর বিনোদুনিয়ার তারকাদের ঘর বাঁধার গল্প এখন আর নতুন কিছু নয়। শর্মিলা ঠাকুর-মনসুর আলি খান পাতৌদি, বিরাট কোহলি-অনুষ্কা শর্মা, জাহির খান-সাগরিকা ঘাটগে, যুবরাজ সিং-হেজেল কিচ উদাহরণ একাধিক। সেই তালিকাতেই যুক্ত হয়েছে তাপসী আর ম্যাথিয়াসের নাম।বেশ অনেকদিন ধরেই তাপসী-ম্যাথিয়াসের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। প্রিমিয়ার ব্যাডমিন্টন লিগে একটি দলের মালকিন তাপসী। সেই সূত্রেই নাকি বোয়ের সঙ্গে তাঁর আলাপ হয়েছিলো। এরপর বন্ধুত্ব গড়ায় প্রেমে।

 

Related Articles