সাইবার জালিয়াতির ফাঁদে এবার রণজয়, অনুরাগীদের কাছে সতর্কবার্তা ‘গুড্ডি’র ‘স্যারজি’-র
Guddi serial fame Ranjoy Vishnu was going to be a victim of cybercrime

The Truth of Bengal: যত দিন এগোচ্ছে সাইবার ক্রাইমের সংখ্যা যেন দিনদিন বেড়েই চলেছে। সাধারন মানুষ থেকে শুরু করে এই জালিয়াতির ফাঁদে পড়েন একেবারে বড়বড় সেলেবরাও। সামান্যতম কোন ভুল করলেই মাশুল গুনতে হয় মোটা অঙ্কের টাকার। এবার এমনই এক সাইবার ক্রাইমের শিকার হতে যাচ্ছিলেন গুড্ডি ধারাবাহিক খ্যাত রণজয় বিষ্ণু। সেই বিষয়ে তাঁর অনুরাগীদের সতর্ক করে কী জানালেন রণজয়? শুনুন….
View this post on Instagram
টলিপাড়ার পরিচিত মুখ রণজয় বিষ্ণু অল্পের জন্য রক্ষা পেলেন। কিন্তু কেন? কী হয়েছিল তাঁর? সম্প্রতি আচমকাই একটি উড়ো ফোন আসে অভিনেতার কাছে। শুধু ফোন বললে হয়তো ভুল হবে একেবারে হুমকি মূলক ফোন। কিন্তু কে করেছিল এমন ফোন? ফোনটি নাকি এসেছিল স্বয়ং মুম্বই পুলিশের তরফ থেকে। এই ফোনে ঠিক কি বলা হয়েছিল? ঠিক কী ঘটেছিল অভিনেতার সাথে? সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে অভিনেতা রণজয় স্বয়ং তাঁর এক ভয়ংকর অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। আর শুধুমাত্র যে ভিডিও পোস্ট করে ক্ষান্ত হয়েছেন তা নয় রীতিমত তাঁর অনুগামীদের সাবধানও করেছেন তিনি।
জানা যায়, রণজয়ের নামে নাকি একটি পার্সেল ধরা পড়েছে। আর সেই পার্সেলের মধ্যে রয়েছে ১৫ টি পাসপোর্ট, এমডিএম (এক ধরনের মাদক), এ ছাড়াও বেশ কিছু বেআইনি জিনিস। এরপর তাঁকে বলা হয় এই পার্সেলের জন্য নাকি তাঁকে টাকা দিতে হবে। তখন অভিনেতা ওই পার্সেলটি তাঁর নয় বলে নাকচ করলে তাঁকে মুম্বই পুলিশের অন্ধেরি থানার সঙ্গে ফোনে যোগাযোগ করানো হয়। তখনই অভিনেতার খানিক সন্দেহ হয় যে এসবই হয়তো সাজানো কোন ফাঁদ। এরপর মুম্বই পুলিশ সেজে একজন ব্যক্তি অভিনেতার সঙ্গে কথা বলেন। ফোনের ওপার থেকে ওই ব্যক্তি বলেন, “এখনই একটি অ্যাপ ডাউনলোড করে ভিডিয়ো কনফারেন্সে কথা না বললে বড় বিপদ হবে”। তখনই আরও স্পষ্টভাবে অভিনেতা বুঝতে পারেন যে গোটাটাই একটা জালিয়াতির ফাঁদ। এরপর অভিনেতা সবটা বুঝতে পেরে সমস্ত ঘটনাটি এড়িয়ে যান। সুতরাং বলাই যায় শুধুমাত্র নিজের উপস্থিত বুদ্ধির জেরেই বেশ বড়সড় বিপত্তির হাত থেকে রক্ষা পেলেন অভিনেতা।