
Truth Of Bengal : মাত্র ৪৯ বছর বয়সেই নিভলো কাজী নজরুল ইসলামের নাতির জীবন প্রদীপ। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বিদ্রোহী কবির নাতি অনির্বাণের। জানা গিয়েছে, স্ত্রীকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন তিনি। সেখানে হোটেলেই হৃদরোগে আক্রান্ত হন। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলেও শেষরক্ষা হয়নি।
কাজী নজরুল ইসলামের ছেলে অনিরুদ্ধের বড় ছেলে ছিল অনির্বাণ। তাঁরা তিন ভাই বোন। কাজী নজরুল ইসলামের বড় ছেলে সব্যসাচীর মেয়ে বিশিষ্ট সংগীতশিল্পী খিলখিল অনির্বাণের মৃত্যুর খবর নিশ্চিত করেন সকলের কাছে। জানা গিয়েছে, স্ত্রীকে নিয়ে সুইজারল্যান্ড গিয়েছিলেন অনির্বাণ। সেখানে এক হোটেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করে তিনি।
অনির্বাণ পেশায় একজন চিত্রশিল্পী ছিলেন। খুবই ছোট বয়সে দাদু কাজী নজরুল ইসলাম বেঁচে থাকাকালীনই তাঁর বাবাকে হরণ অনির্বাণ। ১৯৭৪ সালে প্রয়াত হন কাজী অনিরুদ্ধ ইসলাম। তাঁর বাবাও একজন বিশিষ্ট সংগীতশিল্পী ছিলেন এবং তার মা কল্যানী কাজীও একজন বিশিষ্ট সংগীতশিল্পী ও লেখক। তিন ভাই বোনের মধ্যে তিনিই সবচেয়ে বড়। মৃত্যুকালে অনির্বাণের বয়স হয়েছিল মাত্র ৪৯ বছর। তাঁর মৃতদেহ কলকাতায় আনার পরেই তাঁর শেষকৃত্য করা হবে। ভাইয়ের মৃত্যু প্রসঙ্গে খিলখিল কাজী জানান, ‘কবির ছোট ছেলে কাজী অনিরুদ্ধর বড় ছেলে অনির্বাণ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আপনারা সবাই দোয়া করবেন। কলকাতায় সমাহিত করা হবে কাজী অনির্বাণের মরদেহ। ভাইকে শেষবার দেখতে কলকাতার উদ্দেশে রওনা দিচ্ছি।’’