বিনোদন

বিমান সেবিকা নাকি সোনা পাচারকারী? তিন অভিনেত্রী কি করছেন বিমানে?

Flight attendant or gold smuggler? What are the three actresses doing on the plane?

The Truth Of Bengal: টিজার মুক্তি পেয়েছে বেশ কিছুদিন আগেই। নজরও কেড়েছে crew ছবির সেই ঝলক। এবার প্রকাশ্যে এল crew ছবিটির ট্রেলার। আর তাতেই ভরপুর কমেডি দেখা গেল না। বাদ গেল না একটা বড়সড় ক্রাইমের আঁচ। এক সঙ্গে তিনজনের ভাগ্য খুলতে চলেছে, একদিকে করিনা কাপুর, অন্যদিকে তাবু আর আরেকদিকে কৃতি শানন। এখানে এই তিন অভিনেত্রীকে দেখা যাবে বিমানসেবিকা হিসেবে।

আর তাঁরা যে সংস্থার বিমানসেবিকা সেই সংস্থার কর্ণধার হলেন শাশ্বত চট্টোপাধ্যায়। তাঁর বিমানে করে কিনা পাচার করা হয় সোনার বিস্কুট। এই কথা জানতে পারার পর কী ঘটে, করিনা, কৃতি এবং টাবু কোন বিপদে জড়িয়ে পড়েন সেটাই উঠে আসবে এই ছবিতে।

 

FREE ACCESS

 

Related Articles