বিনোদন

বক্স অফিসে ‘ফাইটার’-এর উড়ান, একের পর এক টুইস্ট আর অ্যাকশনে ভরপুর

Fighter Review

The Truth of Bengal: বহু প্রতীক্ষার পর বৃহস্পতিবার মুক্তি পেল হৃতিক-দীপিকা স্টারার ফাইটার। দেশপ্রেমের আবহে পুলওয়ামা ও বালাকোটের প্রেক্ষাপটে দানা বেঁধেছে ভারতের প্রথম এরিয়াল অ্যাকশন থ্রিলার ফাইটারের চিত্রনাট্য। আপেক্ষিক দিক থেকে বলিউডের সেই বস্তাপচা ভারত-পাকিস্থানের সন্ত্রাস দেখানো হয়েছে ছবিটিতে। ছবির ট্রেলারে যতটা তুলে ধরা হয়েছিল ততটা কিন্তু রোমহর্ষক দেখা যায়নি ছবিতে। তবে আকাশপথে যুদ্ধবিমানের লড়াই থেকে চেজিং দৃশ্য দর্শকের মনে নিঃসন্দেহে শিহরণ জাগিয়ে তুলবে। মূলত ২০১৯ সালের কাশ্মিরের পুলওয়ামা হামলার গল্প নিয়ে শুরু হয়েছে ছবিটি। এরপর চিত্রনাট্যর মধ্যে চলে আসে বালাকোটের এয়ারস্ট্রাইকের ঘটনাটি। এমনকি জইশ-ই-মুহম্মদের ঘাঁটিতে যে সাহসিকতার সঙ্গে ভারতীয় এয়ার ফোর্স হামলা চালিয়েছিল সেই ঘটনাও তুলে ধরা হয়েছে ফাইটার-এ। ফলে, গল্পের অত্যাধিক মোড় ঘোরায় সমস্ত উপাদান থাকা সত্ত্বেও জমল না ছবিটি।

অভিনয়ের দিক থেকে হৃতিক যে ডিরেক্টরস অ্যাক্টর তা তিনি আবার প্রমাণ করলেন ফাইটার-এ। স্কোয়াড্রন লিডার সামশের পাঠানিয়ার ভূমিকায় হৃতিকের লুকই বাজিমাত করেছে। অন্যদিকে ফাইটার জেটের পাইলট হিসেবে দারুণ মানিয়েছে দীপিকাকে। এমনকি অল্প পরিসরে হলেও হৃতিক-দীপিকার অনস্ক্রিন রোম্যান্স বেশ উপভোগ করেছে দর্শক। অনিল কাপুরও যথাযত। তবে, এই ছবির নতুন প্রাপ্তি হল করণ সিং গ্রোভার। দুরন্ত অভিনয় করে সবাইকে অবাক করে দিয়েছেন তিনি।

গোটা ছবিতে দেশপ্রেমের আবেগ থাকায় প্রজতন্ত্র দিবসের প্রাক্কালে রিলিজ করেছে ছবিটি। বড়পর্দায় রগরগে অ্যাকশন সিকোয়েন্স ও ভিজ্যুয়ালি এফেক্টের অসাধারণ কারসাজি দেখার জন্য সিদ্ধার্থের ফাইটার দেখা যেতেই পারে। তবে কতদিন চলবে বিশাল অঙ্কের এই এরিয়াল অ্যাকশন থ্রিলার সেটাই কোটি টাকার প্রশ্ন?

Related Articles