বিনোদন

সপ্তাহের শুরুতেই হোঁচট খেল ফাইটার, সোমবার ছবির আয় মাত্র ৭ কোটি

Fighter Box Office

The Truth of Bengal: দেশপ্রেমের আবহে পুলওয়ামা ও বালাকোটের প্রেক্ষাপটে দানা বেঁধেছে ভারতের প্রথম এরিয়াল অ্যাকশন থ্রিলার ফাইটারের চিত্রনাট্য। আপেক্ষিক দিক থেকে বলিউডের সেই বস্তাপচা ভারত-পাকিস্থানের সন্ত্রাস দেখানো হয়েছে ছবিটিতে। প্রজাতন্ত্র দিবসের ঠিক মুখেই মুক্তি পেয়েছে ফাইটার। হৃতিক রোশন তাঁর ছবির মাধ্যমে উসকে দিয়েছে দেশাত্মবোধের চেতনাকে। মুক্তির পরেই বক্স অফিসেও ভালোই সাড়া ফেলেছে এই ছবি। তবে, সোমবারের চিত্রটা একেবারেই স্রোতের বিপরীত।

এবার এক নজরে দেখে নেওয়া যাক দিন ভিত্তিক ছবির আয়­-

ফাইটার-এর বক্স অফিস কালেকশন

বৃহস্পতিবার – ২৩.০০ কোটি টাকা

শুক্রবার –     ৩৮.৫০ কোটি টাকা

শনিবার –     ২৬.০০ কোটি টাকা

রবিবার –     ২৭.০০ কোটি টাকা

সোমবার –      ৭.২৫ কোটি টাকা

ফলে,বোঝাই যাচ্ছে যে সোমবার ছবির কালেকশন অনেকটাই পড়ে গেছে উইকএন্ড কালেকশনের চেয়ে। সোমবার আসতেই হুড়মুড়িয়ে কমলো ফাইটার ছবির বক্স অফিস কালেকশন। আগের চারদিনের তুলনায় আয়ের দিক থেকে ছবিটি অনেকটাই পিছিয়ে পড়েছে। সোমবার ছবির ঘরে ঢুকেছে সর্বসাকুল্যে মাত্র ৮কোটি। যেখানে প্রথম চারদিনেই ছবিটি আয় করেছে ১০০ কোটির উপর। তাই সব মিলিয়ে এখনও পর্যন্ত ছবিটি আয় করে ফেলেছে ১২১.৭৫ কোটি টাকা।

২০১৯ সালের কাশ্মিরের পুলওয়ামা হামলার গল্প নিয়ে শুরু হয়েছে ছবিটি। এরপর চিত্রনাট্যর মধ্যে চলে আসে বালাকোটের এয়ারস্ট্রাইকের ঘটনাটি। এমনকি জইশ-ই-মুহম্মদের ঘাঁটিতে যে সাহসিকতার সঙ্গে ভারতীয় এয়ার ফোর্স হামলা চালিয়েছিল সেই ঘটনাও তুলে ধরা হয়েছে ফাইটার-এ। এই ছবিতে ফাইটার জেটের পাইলট হিসেবে দুরন্ত অভিনয় করেছেন হৃতিক-দীপিকা জুটি। এদের যোগ্য সহায়তা দিয়েছেন অনিল কাপুর ও করন সিং গ্রোভার।এছাড়া বড়পর্দায় রগরগে অ্যাকশন সিকোয়েন্স ও ভিজ্যুয়ালি এফেক্টসের অসাধারণ কারসাজি তুলে ধরা হয়েছে ফাইটার-এ। তবে, অভিনয় দুর্দান্ত হলেও চিত্রনাট্যর মোচড়ে এই ছবির দর্শক কিছুটা হলেও বিভ্রান্ত হয়েছে। আর তারই প্রতিফলন ধরা পড়ল চলতি সপ্তাহের শুরুতে। তাই, ব্যবসার দিক থেকে সপ্তাহের শুরুতেই হোঁচট খেল হৃতিকের ফাইটার তা বলাইবাহুল্য।

Related Articles