বিনোদন

ভোটের ময়দানে ফেলুদা!

২০২২-এ ‘হত্যাপুরী’ ছবির মাধ্যমে ফেলুদা এবং তোপসে হিসেবে আত্মপ্রকাশ করেন ইন্দ্রনীল সেনগুপ্ত এবং আয়ুষ দাস। এবং জটায়ুর ভূমিকায় দেখা গিয়েছিল অভিনেতা অভিজিৎ গুহকে। এবার সেই টিম নিয়েই ফিরছেন পরিচালক সন্দীপ রায়। সন্দীপ রায়ের পরিচালনায় নতুন ছবি ‘নয়ন রহস্য’ মুক্তি পাবে চলতি বছর গরমের ছুটিতে।

টলিপাড়ার অন্দরে খবর ভোটের মরশুমেই মে মাসেই আসবে ফেলুদা অ্যান্ড কোম্পানি।তবে, তবে এবারে মে মাসের গরমের ছবিটা একটু আলাদা। কারণ ঐ সময় চলবে লোকসভা ভোট। অপরদিকে মে মাসে মুক্তি পেতে পারে একাধিক বাংলা ছবি। এই তালিকায় রয়েছে রাখি গুলজার অভিনীত ‘আমার বস’। মুক্তি পেতে পারে সৃজিত মুখোপাধ্যায়ের তৈরি মৃণাল সেনের বায়োপিক পদাতিক। ফলে সেদিক থেকেও কড়া টক্কর থাকতে পারে নয়ন রহস্যের কপালে।

 

Related Articles