বিনোদন

বলিউড স্টার কাস্ট ছেড়ে হীরামন্ডি’র জন্য ফাওয়াদ আর মাহিরাকেই বেছে নিয়েছিলেন প্রথমে!- মুখ খুললেন বনশালি

The Truth Of Bengal: প্রায় ১৮ বছরের প্রতিক্ষার অবসান। সঙ্গে ৩ বছরের প্রস্তুতি এবং ৩০০ দিনের ক্যামেরার রোলিং এর পর শেষমেশ সঞ্জয় লীলা বনশালি স্বপ্নের প্রকল্প এবং তাঁর জীবনের সবচেয়ে বড় প্রজেক্ট মুক্তি পেতে চলেছে মেয়ে দিবসের দিন। ৮টি এপিশোড নিয়ে ‘হীরামন্ডি’ নেটফ্লিক্সে রিলিজ করতে চলেছে বুধবার, ১লা মে। যাতে মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, রিচা চাড্ডা, সঞ্জিদা শেখ, অদিতি রাও’দের মুখ্য চরিত্রে দেখা যাবে। তবে জানেন কি এই কাস্টিং কিন্তু বনশালির প্রথম পছন্দ ছিলেন না।

যদিও এখনের কাস্টিং’এ সঞ্জয় একেবারেই নিরাশ নন। তবে ১৮ বছর ধরে যে প্রজেক্ট নিয়ে বনশালি এতবেশি উদ্বিগ্ন ছিলেন তাতে কিছু বিকল্প অবশ্যই থাকবে, তা বলাইবাহুল্য। তিনি লস এঞ্জেলেসে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি বহু বিকল্প অভিনেতা ও অভিনেত্রীদের কথা ভেবেছিলেন। তবে বর্তমান কাস্টিং নিয়ে তিনি ভীষণ খুশি। তাছাড়াও তিনি ১৮ বছর আগে যখন প্রথমবারের জন্য ‘হীরামন্ডি’র কথা ভেবেছিলেন, সেই সময়ে তিনি অভিনেত্রীদের মধ্যে রেখা, করিনা কাপুর, ও রানি মুখার্জীর কথা ভেবেছিলেন তাঁর পর সময় এগোতে থাকার সঙ্গে সঙ্গেই তিনি শেষমেশ তাঁর বর্তমান কাস্ট দের’কেই নিজের মতন করে হীরামন্ডি’র জন্য বেছে নিয়েছিলেন।

হীরামন্ডি’র মধ্যে স্ক্রিপ্টের মধ্যে যে চমক রয়েছে, এবং একটা আভিজাত্য রয়েছে সেখানে দাঁড়িয়ে, তিনি ‘হীরামন্ডি’ গল্পটিকে সিরিজ নয় প্রথম সিনেমা হিসেবেই রূপান্তরিত করার কথা ভেবেছিলেন প্রথমে। এবং সিনেমার জন্য পাক অভিনেত্রী মাহিরা খান’কে বেছে নিয়েছিলেন যাকে এর আগে শাহরুখ এর সঙ্গে ‘রইস’ সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছিল ও সঙ্গে বনশালির আরেক জনকেও পছন্দের তালিকায় রেখেছিলেন।তিনি হলেন পাক অভিনেতা ফাওয়াদ খান, যাকে ভারতের বহু ছবিতে ছবিতেই অভিনয় করতে দেখা গিয়েছিল।

সিনেমা থেকে সিরিজ। তারপর কাস্টিং’এও পুরোপুরি পরিবর্তন করে মে দিবসের দিনে শেষমেশ মুক্তি পেতে চলেছে বনশালির সবচেয়ে বড় কাজ হীরামন্ডি! তিনি অন্যান্য অভিনেতাদের না নেওয়ার কারণ হিসেবে এও জানিয়েছিলেন যে, “সব বড় অভিনেতাদের এত সময় নেই যে তাঁরা প্রায় ৩৫০ দিনের জন্য একটি কাজের জন্য নিজেদের ব্যস্ত সময় থেকে আমার এই কাজের জন্য দেবেন।” বরাবরই দর্শকদের মনে বনশালির কাজের জন্য আলাদা সম্মান দেখা যায়। অভিনেতা অভিনেত্রীর লুক থেকে শুরু করে তাদের ডায়লগ, সবকে একহাতে পরিকল্পনার পর ফাটাফাটি রেজাল্ট নিয়েই উত্তীর্ণ হন পরীক্ষাতে। আপাতত দর্শকদের নজর রয়েছে হীরামন্ডি’র দিকে। লুক এবং কিছু ক্লিপিং ভাইরাল হলেও আট-টি-এপিশোড কতটা জায়গা করে নেয় তাই দেখার!

Related Articles