প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যু, পিছিয়ে গেল ভাইজানের ‘সিকন্দর’ ছবির টিজার মুক্তি
Ex-Prime Minister's death, Bhaijaan's 'Sikander' teaser release delayed

Truth Of Bengal: বলিউডের ভাইজান সলমন খানের বহু প্রতীক্ষিত ছবি ‘সিকন্দর’। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ‘সিকন্দর’ ছবির ফার্স্ট লুক। সেই ছবিতে দেখা যাচ্ছে শুধুমাত্র সলমনকে। তার হাতে ধারালো অস্ত্র। ছবিতেই স্পষ্ট সলমনের মাশ অবতার। ছবির প্রথম ঝলক প্রকাশ্যে এনে বৃহস্পতিবারই ঘোষণা করেছিলেন শুক্রবার তার ৫৯ তম জন্মদিনেই সামনে আসবে ‘সিকন্দর’ ছবির টিজার। তবে শেষমেশ পিছিয়ে গেল টিজার মুক্তি। তবে কি কারণে পিছল ‘সিকন্দর’ ছবির টিজার মুক্তি?
আসলে বৃহস্পতিবার রাতে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত হয়েছেন। যে কারণে গোটা দেশ জুড়ে শোকের ছায়া। আর এই আবহে কোনোভাবেই ‘সিকন্দর’ ছবির টিজার মুক্তি চান না ভাইজান।
সিকন্দর টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবারের পরিবর্তে এই ছবির টিজার মুক্তি পাবে ২৮ ডিসেম্বর সকাল ১১টা নাগাদ। আসলে সলমন খান ও সিকন্দর টিম বুঝতে পেরেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংএর মৃত্যুতে শোকের আবহ গোটা দেশ জুড়ে। আর এই পরিস্থিতিতে যে নতুন ছবির টিজার রিলিজ করা ঠিক হবে না।
আর জন্যেই একদিন পিছিয়ে দিলেন টিজার মুক্তি। প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়েই ‘সিকন্দর’ ছবির টিজার মুক্তি পিছিয়ে দিলেন সলমন খান। উল্লেখ্য, ‘সিকন্দর’ ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যেতে চলেছে সলমনকে আর তার সঙ্গে এই প্রথমবার জুটি বাঁধতে চলেছেন রশ্মিকা মান্দানা। এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সত্যরাজ। মনে করা হচ্ছে, এই ছবির ভিলেন তিনিই। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা সুনীল শেট্টিকে। সাজিদ নাদিয়াদওয়ালার পাশাপাশি এ ছবির প্রযোজনাতেও অংশীদার তিনি। আগামী বছরের ইদে মুক্তি পেতে চলেছে সলমন-রশ্মিকা অভিনীত ছবি ‘সিকন্দর’।