ভোটের ফলাফলের আগে স্বজন হারানোর বেদনায় রচনা
Essay on the pain of losing a relative before the results of the polls

The Truth Of Bengal : চলছে লোকসভা নির্বাচনের সপ্তম দফা। এই সপ্তম দফাতে ভোটের দিনই তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের পরিবারে এল দুঃসংবাদ। কিন্তু কী সেই দুঃসংবাদ? প্রয়াত হলেন বিখ্যাত অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের শাশুড়ি।
জানা যায়, অভিনেত্রীর শাশুড়ি বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন। তবে এবার আর শেষ রক্ষা হল না। তারাদের দেশে চলে গেলেন রচনার শাশুড়ি। প্রসঙ্গত, এবারের ভোট প্রচারের সময় তারকা অভিনেত্রীর পাশে দেখা গিয়েছিল স্বামী প্রবাল বসুকে। শুধু তাই নয়, মনোনয়নপত্র জমা দেওয়ার সময়ও পাশে ছিলেন প্রবাল। আজ আরবানার কাছে একটি স্কুলে দুপুর নাগাদ ভোটদান করার কথা রয়েছে রচনার। এদিকে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের আগেই তাঁর পরিবারে নেমে এল দুঃখের কালো ছায়া। অভিনেত্রী এদিন আক্ষেপ জানিয়ে বলেন, “ নির্বাচনের ফলাফল দেখে যেতে পারলেন না শাশুড়ি মা”।
প্রসঙ্গত, গত বছরই অভিনেত্রী তাঁর বাবাকে হারিয়েছেন। বাবাকে হারিয়ে একেবারে শোকে মর্মাহত হয়ে পড়েছিলেন নায়িকা। সেই সময় ফেসবুকে পোস্ট করে তিনি লিখেছিলেন তাঁর বাবা তাঁর কাছে ঠিক কতটা গুরুত্বপূর্ণ ছিল। রচনা জানিয়েছিলেন তাঁর বাবা ছিলেন তাঁর কাছে একজন ফ্রেন্ডস এবং ফিলোজফার। এবার শাশুড়িকে হারিয়ে ফের শোকাহত হলেন টলি অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়।