বিনোদন

KIFF- এ পরিবেশ সচেতনতার বার্তা, পরিবেশ বিষয়ক ৫টি ছবির প্রদর্শন

Environment film in kiff

The Truth of Bengal: দিনকে দিন বিষাক্ত ধোঁয়া থেকে পশু-পাখি হত্যায় আমাদের চারপাশের পরিবেশ দূষিত হয়ে উঠছে। পরিবেশকে বাঁচাতে প্রতিবছর দেশ-বিদেশের পরিচালকরা পরিবেশ সচেতনতার উপর জোর দিয়ে ছবি বা তথ্যচিত্র তৈরি করেন। এবার সেইসব ছবি থেকে বাছাই করে মোট ৫টি ছবি স্থান পেয়েছে এবারের চলচ্চিত্র উৎসবে। সবকটি ছবির বিষয়বস্তুই পরিবেশ। যে পাঁচটি ছবি দেখান হবে, সেগুলি হল অল দ্যাট ব্রিদস, অ্যান্টাকর্টিকা কলিং, ইথুভারে, কলমকাঠি এবং তিম্মানা মোট্টেগালু।

ফ্রান্সের পরিচালক লুক জ্যাকুয়েটের ৮৩ মিনিটের ছবি ‘আন্টার্কটিকা কলিং’ ৭ ডিসেম্বর বিকেল ৪টেয় দেখানো হবে নিউ এম্পায়ারে এবং ৮ ডিসেম্বর দেখানো হবে দুপুর ১:৩০ মিনিটে চলচ্চিত্র শতবর্ষ হলে।সুদূর আন্টার্কটিকার  বিলুপ্তপ্রায় পেঙ্গুইনদের নিয়ে তৈরি এই ছবিটি।সাম্প্রতিককালে বড় ইস্যু নয়া দিল্লির দূষণ। এই দূষণের ফলে কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ ও মানব জীবন তার জীবন্ত দলিল হিন্দি ছবি অল দ্যাট ব্রিদস।

এই তথ্যচিত্রটি নির্মাণ করেছেন বাঙালি পরিচালক সৌনক সেন। চলতি বছর কান চলচ্চিত্র উৎসবে সৌনকের এই ছবিটি সেরা তথ্যচিত্রের শিরোপা জিতে নিয়েছিল। এই ছবিটিও দেখা যাবে এবারের কলকাতা  চলচ্চিত্র উৎসবে। এই দুটি ছবি ছাড়াও ভারতীয় পরিচালক অনিল থমাসের মালয়ালম ছবি ‘ইথুভারে’  ভারতীয় এবং বাঙালি পরিচালক বিপ্লব দাসের ৮০ মিনিটের ছবি ‘কলমকাঠি’ ও পরিচালক রক্ষিত তীর্থহালির  কন্নড়  ছবি ‘তিম্মানা মোট্টেগালু’ স্থান পেয়েছে ২৯তম কিফ-এ। এই ছবিগুলি থেকে কলকাতাবাসী কী শিক্ষা নেয় সেটাই দেখার।

Related Articles