বিনোদন

অভিনয় জগতের শ্রেষ্ঠ পুরস্কার, এমা স্টোনের সেরা সিনেমা

Emma Stone

The Truth of Bengal: অভিনয়শিল্পীদের জন্য গুরুত্বপূর্ণ তিন পুরস্কার অস্কার, বাফটা, গোল্ডেন গ্লোব—তিনটিই জিতেছেন তিনি। এই সময়ের অন্যতম আলোচিত অভিনেত্রী এমা স্টোনকে অবশ্য পুরস্কার দিয়ে কে কবে বিচার করেছে। তাঁর হয়ে কথা বলেছে গত দুই দশকে তাঁর পারফরম্যান্স। ১৯৮৮ সালের ৬ নভেম্বর যুক্তরাষ্ট্রের অ্যারিজনায় জন্ম তাঁর। ‘অ্যালোহা’: ২০১৫ সালে মুক্তি পাওয়া রোমান্টিক সিনেমাটিতে বিমানবাহিনীর পাইলটের চরিত্রে অভিনয় করেছিলেন এমা স্টোন। সিনেমাটিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়, টিন চয়েজ অ্যাওয়ার্ডেও মনোনীত হন অভিনেত্রী। সমালোচকদের প্রশংসা পেলেও বক্স অফিসে ব্যর্থ হয় সিনেমাটি। ‘ইর‍্যাশনাল ম্যান’: উডি অ্যালানের সিনেমাটিতে শিক্ষার্থীর চরিত্রে অভিনয় করেন এমা, যে কিনা নেশাগ্রস্ত এক অধ্যাপকের প্রেমে পড়ে। এই সিনেমায়ও তাঁর অভিনয় প্রশংসিত হয়। ‘পেপার ম্যান’: এ ছবি মুক্তি পায় ২০০৯ সালে, এমা স্টোনের ক্যারিয়ারের শুরুর দিকে। এ সিনেমায় ১৭ বছর বয়সী এক স্কুলশিক্ষার্থীর চরিত্রে অভিনয় করেন তিনি। সিনেমার বিভিন্ন আবেগের দৃশ্যে তাঁর অভিনয় প্রশংসিত হয়।

‘ম্যাজিক ইন দ্য মুননাইট’: এটিও উডি অ্যালানের সিনেমা। ২০১৪ সালের এ সিনেমার প্রধান দুই চরিত্রে এমা স্টোন ও কলিন ফার্থের অভিনয় প্রশংসিত হয়। দ্য হাউস বানি’: ২০০৮ সালে মুক্তি পাওয়া সিনেমাটি সেভাবে সমালোচকদের মন ভরাতে না পারলেও বক্স অফিসে ভালো ব্যবসা করে। কমেডি সিনেমার ভক্তরা এখনো মনে রেখেছেন সিনেমাটিতে আনা ফারিস, কলিন হ্যাংকস ও এমা স্টোনের পারফরম্যান্স। ‘সুপারব্যাড’: অনেকে মনে করেন, চলতি শতকের প্রথম দশকের অন্যতম সেরা রোমান্টিক সিনেমা এটি। টিন কমেডি সিনেমাটি দিয়ে তরুণদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পান এমা। ‘দ্য রকার’: ক্যারিয়ারের শুরুর দিকে একের পর এক কমেডি সিনেমা করেছেন এমা স্টোন, এটিও তার একটি। এ সিনেমা বক্স অফিসে ফ্লপ হলেও এমার পারফরম্যান্স ছিল মনে রাখার মতো। ‘গ্যাংস্টার স্কোয়াড’: ক্যারিয়ারের দ্বিতীয় দশকে এসে বিভিন্ন বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করেন।

এই সিনেমা ছিল অ্যাকশন–থ্রিলার ঘরানার। ‘লা লা ল্যান্ড’: এমা স্টোনের ক্যারিয়ারের সবচেয়ে আলোচিত সিনেমাগুলোর একটি। ডেমিয়েন শ্যাজেল পরিচালিত রোমান্টিক মিউজিক্যাল সিনেমাটির জন্য সেরা অভিনেত্রী হিসেবে অস্কার পান এমা। ‘ক্রুয়েলা’: রোমান্টিক এমা স্টোনকে এবার দেখা যায় খল চরিত্রে। এস্তেলা ওরফে ক্রুয়েলা চরিত্রের তাঁর অভিনয়ে আবারও মুগ্ধ হন দর্শকেরা। ১৮ শতকের গ্রেট ব্রিটেনের প্রেক্ষাপটে নির্মিত ইয়োর্গস লান্থিমোসের ব্ল্যাক কমেডি সিনেমা। এতে অভিনয় করে পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রী হিসেবে অস্কার মনোনয়ন পান এমা। ‘পুওর থিংস’: চলতি বছর ভেনিস চলচ্চিত্র উৎসবে স্বর্ণসিংহ জেতে ইয়োর্গস লান্থিমোসের সিনেমাটি। ছবিটির অন্যতম প্রযোজকও এমা। উৎসবের সর্বোচ্চ পুরস্কার জেতার পর সিনেমার এমা স্টোনের প্রশংসায় পঞ্চমুখ হন পরিচালক। প্রিমিয়ারের পর সবচেয়ে বেশি আলোচনায় আসে সিনেমাটিতে থাকা কিছু খোলামেলা দৃশ্য।

Related Articles