
The Truth of Bengal: ২০১৭ সালের টয়লেট এক প্রেম কথার পর প্রযোজক শ্রী নায়য়ণ সিং এবার নিয়ে আসতে চলেছেন তাঁর নতুন ছবি ‘এক করি প্রেম কথা’। সদ্য মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার। ট্রেলার দেখে বোঝাই যায় এটি একধরণের সোশ্যাল স্যাটায়ার হতে চলেছে। এই ছবির হাত ধরে অনেকদিন পর একসঙ্গে দেখা যাবে রাজ বব্বর ও পুনম ধিঁলোকে। তবে, এই ছবির লিড রোলে রয়েছেন অক্ষয় ওবেরয় এবং নবাগতা খানক বুধিয়ারাজা। কেমন হল এই সোশ্যাল স্যাটায়ারের ট্রেলার চলুন সেটাই এখন দেখে নিই।