বিনোদন

আরও বিপাকে রাজ কুন্দ্রা! হানার দুদিনের মাথায় ইডির তলব

ed summons raj kundra in pornography case

Truth Of Bengal:  প্রথমে পর্নোগ্রাফি তারপর আবার বিটকয়েন। একের পর এক দুর্নীতিকাণ্ডে নাম জড়িয়েছে মুম্বইয়ের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার। সেই নিয়েই শুক্রবার পর্নোগ্রাফি মামলায় ইডি হানা দেয় রাজ কুন্দ্রার বাড়িতে। ওইদিন ইডি আধিকারিকরা রাজ সহ রাজের সহযোগী এবং ঘনিষ্ঠদের বাড়িতেও গিয়েছিলেন। তবে এবার সরাসরি ইডির তরফে ডাক পড়ল রাজের।

সূত্রের খবর, রাজকে ইডি আধিকারিকদের মুম্বইয়ের দফতরে  জিজ্ঞাসাবাদ করা হবে। সোমবার সকাল ১১ টার মধ্যে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। এই মামলার সঙ্গে জড়িত অন্য অভিযুক্তদেরও তলব করেছে কেন্দ্রীয় সংস্থা।

প্রসঙ্গত, এর আগেই ২০২১ সালে জুন মাসে পর্নোগ্রাফি তৈরির মামলায় দুমাস জেলে ছিলেন রাজ। ওই বছরই জামিন পান রাজ কুন্দ্রা।পর্নোগ্রাফির টাকা নিয়ে দুর্নীতি করার অভিযোগে তদন্ত চালাতে গিয়ে পুলিশ রাজকেই দোষী বলে সাব্যস্ত করে। এছাড়াও ওই অ্যাপ যে সংস্থার নিয়ন্ত্রণে ছিল,তার মাথা ছিলেন রাজ। সেই তদন্তে পুলিশ অ্যাপটির একাধিক সার্ভার থেকে পর্নোগ্রাফি ভিডিয়ো, স্বল্প এবং লম্বা দৈর্ঘ্যের ছবি উদ্ধার করেছিল।

এছাড়াও তদন্তে জানা যায়, ‘হটশট’ নামের পর্নোগ্রাফি অ্যাপের সন্ধান পেয়েছিল মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা। অভিযোগ, এই চক্র বিদেশ পর্যন্ত বিস্তৃত ছিল।

প্রসঙ্গত, পর্নোগ্রাফি ছাড়াও বিটকয়েন দুর্নীতিতেও নাম জড়িয়েছে রাজের। এবছরের প্রথম দিকেই ইডি রাজ এবং শিল্পার ৯৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল। আরও অভিযোগ, বিটকয়েন দুর্নীতির মাধ্যমে ওই সম্পত্তির মালিকানা পেয়েছেন তাঁরা।

Related Articles