বক্স অফিসের সংঘর্ষ এড়াতে ‘লাকি ভাস্কর’-এর মুক্তির তারিখ পরিবর্তন
Dulquer Salmaan Film "Lucky Baskhar" Has A New Release Date

The Truth Of Bengal : গত কয়েকদিনে অনেক ছবির মুক্তির তারিখে পরিবর্তন এসেছে। মেগা বাজেটের ছবি ‘পুষ্পা 2’ থেকে বলিউডের ছবি ‘অরন মে কাহান দম থা’। এবার সেই তালিকায় যুক্ত হল আরও একটি ছবি। দুলকার সালমানের ছবি ‘লাকি ভাস্কর’-এর মুক্তির তারিখে পরিবর্তন করেছে। এবার দর্শকদের ছবিটি দেখার অপেক্ষা কিছুটা কমেছে। দুলকার সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। যদিও দুলকার সালমানের ছবি মুক্তির তারিখে খুব একটা পার্থক্য হয়নি। মজার ব্যাপার হলো দর্শকের অপেক্ষার প্রহর বাড়েনি, বরং কিছুটা কমেছে। এখন এই ছবিটি মুক্তি পাবে ৭ সেপ্টেম্বর গণেশ চতুর্থী উপলক্ষে। এর আগে ২৭ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে ছবিটি। দুলকার সালমান ইনস্টাগ্রামে পোস্টটি শেয়ার করে লিখেছেন, ‘এই বিনায়ক চতুর্থী, ‘লাকি ভাস্কর’ উপভোগ করার জন্য প্রস্তুত হন।
দুলকার সালমান গত এপ্রিলে এই ছবির টিজার প্রকাশ করেছিলেন। এই ছবিতে দুলকারের সঙ্গে দেখা যাবে মীনাক্ষী চৌধুরীকে। ছবির মিউজিক দিয়েছেন জিভি প্রকাশ কুমার। ছবিটি প্রযোজনা করেছেন সিতারা এন্টারটেইনমেন্টস এবং ফরচুন ফোর সিনেমার নাগা ভামসি এবং সাই সৌজন্যা। ‘লাকি ভাস্কর’ পরিচালনা করছেন ভেঙ্কি আটলুরি। তেলেগু, মালায়লাম, তামিল ও হিন্দি ভাষায় মুক্তি পাবে দুলকারের এই ছবি।
View this post on Instagram
দুলকার সালমানের আগের ছবি ‘কিং অফ কোঠা’, যেটি বক্স অফিসে খুব একটা ভালো ব্যবসা করতে পারেনি। এমতাবস্থায় তিনি তার আসন্ন ছবির জন্য পূর্ণ পদক্ষেপ নিচ্ছেন। আসলে, এর আগে ‘লাকি ভাস্কর’ মুক্তি পাওয়ার কথা ছিল ২৭ সেপ্টেম্বর। এবার একই দিনে আসছে জুনিয়র এনটিআর ও কোরাতলা শিবের ছবি ‘দেবরা’। ‘দেবরা’-র সঙ্গে সংঘর্ষ এড়াতে সম্ভবত দুলকার ছবির নির্মাতারা তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন।