
The Truth of Bengal: খুব কম বয়সেই নিজের জায়গা তৈরি করে ফেলেছেন রানি রাসমণি (Rani Rashmoni) ওরফে দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। এক ডাকে সবাই চেনে তাঁকে। টলিউডে ব্যস্ততম নায়িকাদের মধ্যে তিনিও একজন। টেলি ধারাবাহিকের গন্ডি পেরিয়ে সিনেমা-ওটিটিতে দাঁপিয়ে বেড়াচ্ছেন দিতিপ্রিয়া রায়। ছোটপর্দা হোক কিংবা বড়পর্দা, সবেতেই নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন দিতিপ্রিয়া রায়। নিজেকে ভেঙেছেন আবার গড়েছেন। ভিন্ন ভিন্ন মাধ্যমে ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে নতুন করে সাজিয়েছেন। কিন্তু কোথাও গিয়ে এখনো দিতিপ্রিয়ার সঙ্গে রয়ে গিয়েছেন রাণী রাসমণি।
সেই রাসমণি ইমেজ ভাঙতে একাধিক অভিনয়ে দেখা গিয়েছে তাকে। এবার ধরা দিলেন বোল্ড ফটোশুটে। তবে বয়স ২০ হলেও দিতিপ্রিয়াকে কখনোই তেমন খোলামেলা পোশাকে দেখা যায়নি। সে অনস্ক্রিন হোক বা অফস্ক্রিন। তবে এই ফটোশুটে দিতিপ্রিয়ার এক অন্য রূপ দেখতে পেল নেটিজেনরা। স্পোর্টস ব্রা পরে ভিজে পিঠ দেখিয়ে পোজ দিলেন অভিনেত্রী। দিতিপ্রিয়াকে এমন লুকে প্রথম বার দেখলেন নেটিজেনরা।
বলা বাহুল্য, মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে দিতিপ্রিয়ার ছবি। অভিনেত্রী এই বিষয়ে জানিয়েছেন, এবার রাণী রাসমণির ইমেজ থেকে বেরোতে চান তিনি। জুন মাসেই তাঁর ফাইনাল পরীক্ষা। এরপর সোশিওলজিতে উচ্চশিক্ষার জন্য বিদেশে পড়তে যেতে চান তিনি। তারপর পড়তে চান ফিল্ম স্টাডিজ। দিতিপ্রিয়া এও জানান, তিনি এমন কিছু চরিত্রে অভিনয় করতে চান যেগুলো সম্পূর্ণ ভিন্ন ধরণের হবে। এই ফটোশুট চেনা গণ্ডি থেকে বেরিয়ে আসতে অনেকটাই সাহায্য করেছে তাঁকে।