
Truth of Bengal: প্রতারনা আজকাল এই শব্দটির সঙ্গে পরিচিত সকলেই। প্রায় প্রতিদিনই বহু মানুষ প্রতারণার শিকার হচ্ছেন। আর চাকরির টোপ দিয়ে প্রতারনা সেতো প্রায় দিনই ঘটে চলেছে। তবে পুলিশই যদি প্রতারণার শিকার হয় তাহলে। হ্যাঁ এটাই হয়েছে বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাবা জগদীশ সিং পাটানির সঙ্গে।
যিনি নিজেই একজন প্রাক্তন পুলিশ কর্মী। সূত্রের খবর, ৫ জনের প্রতারক দল দিশার বাবাকে প্রতারনা করে। তারা আশ্বাস দিয়েছিল ২৫ লক্ষ টাকার বিনিময়ে সরকারের কমিশনে উঁচু পদ পাইয়ে দেবে। সেই ফাঁদেই পা দেন দিশার বাবা। আর তাতেই ২৫ লক্ষ টাকা খোয়ালেন জগদীশ।
আরও জানা যাচ্ছে, এই ঘটনার পরে বরেলি কোতওয়ালি থানায় অভিযোগ দায়ের করেছেন জগদীশ সিং পাটানি। জানা গিয়েছে, শিবেন্দ্র প্রতাপ সিং, দিবাকর গর্গ, আচার্য জয়প্রকাশ , প্রীতি গর্গ এবং আরও এক ব্যক্তির নামে মামলা করা হয়েছে। সূত্রের আরও খবর, প্রত্য়ারকরা ৫ লাখ টাকা নগদ এবং ২০ লাখ টাকা তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে খেপে খেপে নেয়।
তার পর টাকা দেওয়ার তিন মাস পরেও যখন অভিনেত্রীর বাবা চাকরি পান না, তখন অভিযুক্তরা জানিয়েছিলেন যে তাঁরা টাকা ফেরত দিয়ে দেবেন, তাও সুদ সমেত। কিন্তু সেই টাকা ফেরত পাননি জগদীশ পাটানি। উলটে তাঁকে হুমকি , অসভ্য আচরণ করতে শুরু করে প্রত্যারকরা। এরপরই পুলিশের দ্বারস্থ হন জগদীশ। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কে বা কারা এই চক্রের সঙ্গে জড়িত তাদের খোঁজেই চলছে জোর তল্লাশি।