বড়পর্দায় ফের দেব-শ্রাবন্তী-মিমি-সোহম জুটি, পুনরায় মুক্তি পাচ্ছে “শুধু তোমারই জন্য”
Dev-Srabanti-Mimi-Soham pair back on the big screen, "Shudhu Tomari Jonyo" is being re-released

Truth Of Bengal: বলিউডে পুরোনো ছবি রি-রিলিজ যেন একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। প্রায় সময়ই কোনো না কোনো ছবি পুনরায় মুক্তি পাচ্ছে। স্বাভাবিকভাবেই যা নস্টালজিকও বটে। সিনেপ্রেমীরাও তাই দলে দলে ভিড় জমাচ্ছেন প্রেক্ষাগৃহে। এবার বলিউডের সেই ট্রেন্ড টলিউডেও।
বলিউডি রি-রিলিজের ধারা বজায় রেখে এবার টলিউডে পুনরায় মুক্তি পাচ্ছে দেব,শ্রাবন্তী,মিমি, সোহম অভিনীত ছবি “শুধু তোমারই জন্যে”। মঙ্গলবার এসভিএফ-এর তরফে ঘোষণা করা হয় ছবির পুনরায় মুক্তির খবর। “শুধু তোমারই জন্যে” ছবির পোস্টার শেয়ার করে ক্যাপশনে লেখা, “ভালবাসার মরশুমের আগে ফিরে আসছে আপনার প্রিয় প্রেমের গল্প। ‘শুধু তোমারই জন্য’ ৭ই ফেব্রুয়ারি আবার মুক্তি পাচ্ছে। এই সুযোগ মিস করবেন না!” অর্থাৎ ভ্যালেন্টাইন্স উইকেই বড়পর্দায় ফিরছে নস্টালজিক ভালোবাসার গল্প।
উল্লেখ্য, ১০ বছর আগে ২০১৫ সালে বড়পর্দায় মুক্তি পেয়েছিল দেব,শ্রাবন্তী,মিমি, সোহম অভিনীত ছবি “শুধু তোমারই জন্যে”। ছবির পরিচালনা করেছিলেন বিরসা দাশগুপ্ত। ছবির প্রযোজনায় ছিল শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। ছবিতে ফুটে উঠেছিল দুটি ভিন্ন প্রেমের অসম্পূর্ণ গল্প। সেই প্রেম ভাঙার পর কিভাবে দুটি হৃদয় ভাঙ্গা মানুষ আবারও নতুন করে প্রেমে পড়তে পারেন সেই গল্পই ফুটিয়ে তোলা হয়েছিল ছবি।
যা আজও প্রত্যেক বাঙালির মনে গেঁথে। সেই ১০ বছর আগের নস্টালজিয়াই আবার ফিরতে চলেছে। হিন্দি ছবির রি-রিলিজে সিনেমাতে যে ভিড় হয়ে তাহলে বাংলা ছবির রি-রিলিজেও সেই রকম ভিড় হবে বলেই প্রত্যাশা করা হচ্ছে। তবে “শুধু তোমারই জন্যে” ছবি পুনরায় মুক্তি পাওয়ার উচ্ছ্বাসিত সিনেপ্রেমীরা। আগামী ৭ ই ফেব্রুয়ারিতে এই ছবি দেখতে দলে দলে দর্শক ভিড় করবেন তা বলাই যায়।