বিনোদন

ব্যস্ততা কাটিয়ে একান্তে সময় কাটালেন দেব রুক্মিণী,  গন্তব্য  নিয়ে কিছু স্পষ্ট করতে দেখা গেলো না তাঁদের

Dev Rukmini spent time alone after being busy, they could not clarify anything about the destination

The Truth Of Bengal: গত কয়েক মাস ধরেই লোকসভা নির্বাচনের প্রচার, পাশপাশি খাদান ছবির শুটিং, টেক্কা ছবির কাজ  সবমিলিয়ে খুবই ব্যস্ত  দেব। অবসর বলতে যেটুকু সময় পান ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের সাথে  ব্যাট হাতে ক্রিকেট খেলতে  নেমে পড়েন। অপরদিকে একইভাবে ব্যাস্ত থাকতে দেখা গেলো রুক্মিণী মৈত্রকে। জিতের বিপরীতে তাঁর ছবি ‘বুমেরাং’ নিয়ে আবার মহানায়ক পুরস্কার নিয়েও  ব্যাস্ত থাকতে দেখা গেলো অভিনেত্রীকে। তবে এবার সমস্ত ব্যাস্ততা  কাটিয়ে একান্ত যাপনের সময় কাটাতে দেখা গেলো দেব রুক্মিণীকে। মধ্যরাতে কলকাতা বিমানবন্দরে অভিনেতা ও তাঁর বান্ধবী  রুক্মিণীকে একসাথে দেখা গেলো।

কিন্তু প্রশ্ন উঠছে কোথায় গিয়েছেন অভিনেতা অভিনেত্রী। এদিন কালো প্যান্ট, কালো শার্টে ধরা দিলেন অভিনেতা দেব। অন্য দিকে রুক্মিণী পড়েছিলেন লাল জামা, কালো জ্যাকেট এবং কালো কার্গো প্যান্ট। তবে তাঁরা ব্যস্ততা কাটিয়ে ছুটি কাটাতে  কোথাও ঘুরতে যাচ্ছে বলে জানা গিয়েছে। তবে ঘুরতে যাবার কিছু সময় ফ্রেমবন্দী করতে বিমানবন্দর থেকে বেশ কিছু নিজস্বী তুলে নিজের সমাজমাধ্যমের পাতায় ভাগ করে নেন রুক্মিণী।

তবে তাঁরা কোথায় যাচ্ছেন তখনও সকলেরই অজানা ছিল। ভোর হতে না হতেই দেব তাঁদের গন্তব্য  নিয়ে স্পষ্ট করলেন। বেলা বাড়তে অভিনেত্রীও তাঁদের গন্তব্য  স্পষ্ট করলেন। সামনে পাথুরে পাহাড়। সকালের ঝকঝকে রোদ। চারপাশে হলদে আভা। তাবুর ভিতরে রঙিন শতরঞ্চি পাতা। সামনে মস্ত গাছের গুঁড়ি দিয়ে বানানো টেবিল যার উপরেই রাখা কফির কাপ। নেপথ্যে যে গান দিয়েছে, তাতেই অভিনেতা-সাংসদ স্পষ্ট করে দেন তিনি আসলে কোথায় আছেন তা জানাতে চান না কাউকে, এখনি বাড়িও ফিরতে চাননি। এযেন দেব ও তাঁর বান্ধবি রুক্মিণীর  একেবারেই একান্তে নিজের সময় কাটানোর মুহুর্ত।  তবে ছবি দেখে অনুমান করা যাচ্ছে পশ্চিম এশিয়ার কোনও দেশেই ছুটি কাটাচ্ছেন  তাঁরা।

Related Articles