বিনোদন

ফের একফ্রেমে দেব-অনির্বাণ! আসছে ‘রঘুডাকাত’

Dev-Anirban in one frame again! 'Raghudakat' is coming

Truth Of Bengal: তিনি যে টলিউডের রাজার রাজা। যার অভিনয় এখন মন কারে ৮ থেকে ৮০ সকলের। তিনি দেব। বিগত কয়েক বছর ধরে ছবির ধরণ বদলেছেন। চরিত্রের খাতিরে নিজেকে বারে বারে ভেঙেছেন দেব। তার অভিনয় এখন অনেক বেশি শক্তিশালী। অনেক বেশি সাবলীল। গত বছর মুক্তি পাওয়া ‘খাদান’ এখনো রমরমিয়ে ব্যবসা করছে বক্স অফিসে। এর মধ্যেই কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছিল দেবের পরবর্তী ছবি ‘রঘুডাকাত’-তাঁর লুক। আর আবার সামনে এল আরও চমক। সূত্রের খবর, দেবের ‘রঘুডাকাত’ ছবিতে দেখা যেতে চলেছে অনির্বাণ ভট্টাচার্য। ইতিমধ্যেই নাকি ছবির পরিচালক, প্রযোজকদ্বয়ের সঙ্গে প্রাথমিকস্তরে অনির্বাণের কথা হয়েছে।

শোনা যাচ্ছে, ছবিতে অনির্বাণ ভট্টাচার্যকে বিশেষ চরিত্রে কাস্ট করতে চাইছেন নির্মাতারা। জানা গিয়েছে, ‘রঘু ডাকাত’-এ অভিনেতাকে খলচরিত্রে দেখা যেতে পারে। তবে এখনো এই বিষয়ে অফিসিয়ালি কিছু জানাননি নির্মাতারা। কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছিল ‘রঘু ডাকাত’ ছবিতে দেবের লুক। যা দেখে রীতিমতো শিউরে উঠেছিলেন সকলে। ছবিতে দেবের গোটা মুখ চাদরে ঢাকা। বেরিয়ে আছে শুধু দুই রক্তচক্ষু। কপালে তাঁর তিলক। এমন চেহারা রঘু ডাকাতের।

আর এই চেহারা যে ভয় ধরাতে কাফি তাও স্পষ্ট হয়। আর এবার গুঞ্জন এই ছবিতেই খলনায়কের চরিত্রে দেখা যেতে চলেছে অনির্বানকে। গুঞ্জন সত্যি হলে এই নিয়ে দ্বিতীয়বার একফ্রেমে দেখা গিয়েছিল দেব-অনির্বাণকে। এর আগে ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় ‘গোলন্দাজ’ ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল তাদের। সব মিলিয়ে বলাই যায়, দেবের ‘রঘুডাকাত’ ছবিতে রয়েছে একের পর এক চমক।

Related Articles