বিনোদন

মুক্তি পেল দাঙ্গের ট্রেলার, পয়লা মার্চ ছবির মুক্তি

The trailer of Danga was released

The Truth of Bengal: টিনসেল টাউনের নিউ এজ সেনসেশন হর্ষবর্ধন রানের মোস্ট অ্যাওয়েটেড ছবি দাঙ্গে। বৃহস্পতিবার ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে ছবির কলাকুশলীদের সঙ্গে উপস্থিত ছিলেন হর্ষবর্ধন। ইয়ামি। সেখানেই তিনি জানালেন যে অনেক ঘাম ঝরিয়ে ছবি বানান তাঁরা। এর পাশাপাশি এদিন সকলকে হলে গিয়ে ছবি দেখার অনুরোধ করলেন দাঙ্গে-র নায়ক হর্ষবর্ধন রানে।

মূলত জেন জেড কলেজ গ্যাং-এর বন্ধুত্ব ও লড়াইয়ের গল্পে এগিয়েছে দাঙ্গে-র চিত্রনাট্য। হর্ষবর্ধন রানে ও এহান ভাটের সঙ্গে এই ছবিতে দেখা যাবে নিকিতা দত্তকে। ছবির ট্রেলার লঞ্চে এসে জানালেন যে রিয়েল লাইফের কলেজ জীবনের থেকে এই ছবির কলেজ জীবন তাঁকে বেশি আনন্দ দিয়েছে।

এই ছবিটি তিনি শুধুমাত্র কলেজ স্টুডেন্টদের জন্যই বানিয়েছেন। সেকারণে ছবির ট্রেলার লঞ্চে এসে দেশের তরুণ প্রজন্মের ছাত্রছাত্রীদের উদ্দেশ্য এই ছবিটি ডেডিকেশন করলেন পরিচালক বিজয় নাম্বিয়ার।

চলতি বছর পয়লা মার্চ মুক্তি পাবে দাঙ্গে। জেন জেড স্টুডেন্টস লাইফের উপর দানা বেঁধেছে ছবির গল্প। তাই মুম্বইয়ের এক কলেজ স্টুডেন্টদের সামনে হৈ হৈ করে উদ্বোধন হয়ে গেল দাঙ্গে-র ট্রেলার। বিজয়ের এই নিউ এজ স্টুডেন্ট লাইফ বড় পর্দায় কতটা পচ্ছন্দ হয় ছাত্রছাত্রীদের তার জবাব দেবে সময়ই।

Related Articles