বিনোদন

বিতর্কই কাল, ‘ডাকু মহারাজ’ থেকে বাদ পড়ল উর্বশীর সব দৃশ্য!

Controversy is brewing, all of Urvashi's scenes were removed from 'Daku Maharaj'!

Truth Of Bengal: বিতর্ক যেন পিছুই ছাড়ে না অভিনেত্রী উর্বশী রৌতেলার। একটা শেষ তো আরও একটা শুরু। সম্প্রতি উর্বশী অভিনীত ছবি ‘ডাকু মহারাজ’ মুক্তির পর সেই বিতর্ক বেড়েছে আরও কয়েকগুণ। আসলে সব বিতর্কের কারণ উর্বশী নিজেই। ছবি মু্ক্তির পর থেকে যে কোনও সাক্ষাৎকারেই উর্বশী কেবল ‘ডাকু মহারাজ’-এর বক্স অফিস সংগ্রহ নিয়ে বড়াই করে গিয়েছেন। অন্য প্রসঙ্গে কোনও প্রশ্ন করা হলেও, তিনি কেবলই নিজের এবং ‘ডাকু মহারাজ’-এর প্রশংসায় মেতেছেন। আর যা বারে বারে তৈরি করেছে বিতর্ক এবং হাসির খোরাক করে তুলেছেন নিজেকে।

আর এই বিতর্কই কাল হল উর্বশীর। ২১ ফেব্রুয়ারি ওটিটি-তে মুক্তি পেয়েছে ‘ডাকু মহারাজ’। গুঞ্জন, ওটিটি-র জন্য এই ছবি থেকে বাদ দেওয়া হয়েছে উর্বশীর সব ক’টি দৃশ্য। আর তাতেই শুরু হয় নতুন বিতর্ক। তবে এই খবর যে ভুয়ো সেটা স্পষ্ট করেন এক ঘনিষ্ঠ। কিছুদিন আগেই ‘ডাকু মহারাজ’-এর ওটিটি পোস্টার থেকে সরিয়ে দেওয়া হয়েছিল উর্বশীর ছবি। তার পর থেকেই আরও বেশি করে জল্পনা শুরু হয় ছবিতে তাঁর দৃশ্যের উপস্থিতি নিয়ে। আর তার পরেরই এই গুঞ্জন বেড়েছে আরও বেশ খানিকটা।

উল্লেখ্য, ‘ডাকু মহারাজ’ ছবিতে ৬৪ বছর বয়সি অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণের সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী। ছবিতে ‘দাবিড়ি দিবিড়’ গানের সঙ্গে নাচ অশালীন বলেও কটাক্ষ করা হয় অভিনেত্রীকে। ছবিতে উর্বশী ও নন্দমুরি ছাড়াও অভিনয় করেছেন ববি দেওল, প্রজ্ঞা জয়সওয়াল এবং শ্রদ্ধা শ্রীনাথ। সবমিলিয়ে ‘ডাকু মহারাজ’ ছবিতে উর্বশী অভিনয়ের পর থেকেই বিতর্ক যেন সঙ্গী অভিনেত্রীর।