শৌচাগার নিয়ে উদ্বেগ, অক্ষয়ের কাছে কি আর্জি করলেন বৃদ্ধ? দেখুন ভাইরাল ভিডিও
Concerned about toilets, what did the old man request from Akshay? Watch viral video

Truth Of Bengal: সকাল সকাল ভোট দিতে হাজির খিলাড়ি কুমার। একেবারে ফর্মাল লুকে ভোটকেন্দ্রে আসেন অক্ষয়। আর সেখানেই সম্মুখীন হতে হয় এক প্রবীণ ব্যক্তির। টয়লেট রক্ষণাবেক্ষণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন ওই ব্যক্তি। অক্ষয় কুমার ওনার কথা শোনেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন। তাদের কথোপকথনের সেই ভিডিও এখন ভাইরাল সামাজিক মাধ্যমে।
View this post on Instagram
প্রসঙ্গত, বুধবার মহারাষ্ট্রের ২৮৮ টি বিধানসভা আসনের জন্য নির্বাচন হয়। সকাল ৭ টা থেকে শুরু হয় ভোটগ্রহণ পর্ব। স্বভাবতই একেবারে সকালেই অক্ষয় কুমার হাজির হন ভোট দিতে। কারণ সকলই জানেন স্বাস্থ্য সচেতন এই অভিনেতা অনেক ভোরেই ঘুম থেকে জেগে যান। ব্ল্যাক শার্ট এ নজরকাড়া লুকে দেখা যায় খিলাড়িকে। এই নিয়ে নাকি দ্বিতীয়বার ভোট দিলেন খিলাড়ি কুমার। কারণ ২০২৩ সাল পর্যন্ত কানাডার নাগরিকত্ব ছিল তাঁর। অনেকেই তাঁকে ‘কানাডা কুমার’ বলে ডাকতেন। তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগেই তিনি ভারতীয় নাগরিক হন।
ভোট দেওয়ার পরে, ভোটকেন্দ্রের বাইরে আসতেই মুখোমুখি হন এক প্রবীণ নাগরিকের। ভাইরাল ভিডিওতে দেখা যায়, প্রবীণ নাগরিক টয়লেট রক্ষণাবেক্ষণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন অভিনেতার কাছে। বৃদ্ধের অভিযোগ, অক্ষয় কুমার সর্বসাধারণের একটি শৌচালয় তৈরি করে দিয়েছিলেন। কিন্তু এখন সেই শৌচালয়ের অবস্থা বেহাল। তিনি তিন-চার বছর ধরে দেখাশোনা করছেন। তবে তিনি চান অক্ষয় যেন তাঁকে এবিষয়ে সাহায্য করুন। শৌচালয়ের একটি বাক্স আছে যা লোহার বলে বারবার জং ধরে যায়। অক্ষয়ের কাছে একটি বাক্স চান বৃদ্ধ। তা দিয়েই নাকি কাজ হয়ে যাবে। অক্ষয় এবিষয় নিয়ে বৃহত্তর মুম্বই মহানগর পালিকার (বিএমসি) কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার আশ্বাস দেন। বৃদ্ধ চেয়েছিলেন বাক্সটি যেন অক্ষয়ই দিয়ে দেন তাঁকে। তবে অভিনেতা তাঁকে জানান, বিষয়টির দেখাশোনা বিএমসিরই করার কথা। যা করার নগর পালিকাই করবে।
সিনেমার মাধ্যম নানা বার্তা দিয়ে থাকেন অক্ষয়। ২০১৭ সালে ‘টয়লেট: এক প্রেম কথা’য় দেখানো হয়, শ্বশুরবাড়িতে শৌচাগার না থাকায় বৌ বাপেরবাড়ি ফিরে যায়। স্ত্রীকে ফিরিয়ে আনতে নতুন শৌচাগার তৈরি করান অক্ষয়। এদিকে ১৯ নভেম্বর ছিল শৌচাগার দিবস। তারপরের দিনই অভিনেতার কাছে শৌচাগার নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন ওই প্রবীণ নাগরিক।