বিনোদন

আসছে সায়েন্সফিকশন ‘এলিয়েন রোমুলাস’

Coming Sci-Fi 'Alien Romulus'

The Truth Of Bengal : প্রকাশ্যে এসেছে এলিয়েন রোমুলাসের ট্রেলার। আমেরিকান কল্পবিজ্ঞানের এই হরর ফিল্মটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ১৬ অগাস্ট। এই সিনেমা এলিয়েন ফ্রাঞ্চাইজির সপ্তম কিস্তি শোনাবে। এই ছবির পরিচালনায় আছেন ফেডে আলভারেজ।

প্রকাশিত হয়েছে এলিয়েন রোমুলাসের ট্রেলার। এতদিন পর্যন্ত এলিয়েনের যতগুলি ভাগ বেরিয়েছে সেই সব ভাগ মিলিয়ে তৈরি করা হয়েছে এই ছবিটি। আসন্ন এই ছবিটি আমেরিকান সায়েন্সফিকশন হরর ফিল্ম। এই সিনেমা এলিয়েনের সপ্তম ফ্রাঞ্ছাইজির ছবি। ফেড আলভারেজ পরিচালিত এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে কাইলি স্প্যানি, ডেভিড জনসন, আর্চি রেনাক্স, ইসাবেলা মার্সেড, স্পাইক ফার্ন এবং আইলিন উ কে।

এই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ১৬ অগাস্ট। এখন এটাই দেখার আসন্ন এই ছবি দর্শকদের মন কতটা জয় করতে পারে। এই সপ্তম ভাগে দেখা যাবে উপনিবেশের একদল তরুণ মহাকাশচারী যারা একটি পরিত্যক্ত মহাকাশ স্টেশনে পৌঁছে  মুখোমুখি হয় মহাকাশের সবচেয়ে ভয়ংকর জীবের। তারপর গল্প কোন দিকে মোড় নেয় সেটার জন্য দেখতে হবে ছবিটি।

 

Related Articles