বিনোদন

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রামায়ণের চরিত্ররূপ

Character form of Ramayana viral on social media

The Truth Of Bengal : ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে নীতেশ তিওয়ারির পরিচালিত ‘রামায়ণ’ ছবির প্রথম পর্বের শুটিং। আগেই প্রকাশ পেয়েছে যে, রাম চরিত্রে দেখা যাবে রণবীর কাপুর, সীতা দক্ষিণী অভিনেত্রী সাই পল্লিবী এবং রাবণের চরিত্রে আরও এক দক্ষিণের অভিনেতা যশ থাকছেন। দিন কয়েক আগেই ‘রামায়ণ’এর শুটিং সেট থেকে লারা দত্ত এবং অরুণ গোভিলের চরিত্ররূপ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ছবিতে মাতা কৈকেয়ীর চরিত্রে দেখা যাবে লারাকে। অন্যদিকে বর্ষীয়ান অরুণ করছেন দশরথের চরিত্র। দীর্ঘদিন ধরে ছবির গল্প, সংলাপ নিয়ে বহু কাটাছেঁড়ার পর শেষমেশ শুরু হয়েছে রামায়ণের শুটিং। তবে ছবির শুটিং চলাকালীন সেট থেকে ছবি ভাইরাল হওয়ায় বেজায় চটছেন পরিচালক নীতেশ। জানা যাচ্ছে, সেই রাস্তা বন্ধ করতে এবার শুটিং সেটে মোবাইলের ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছেন ক্ষুদ্ধ পরিচালক।

শুধু তাই নয়, রামায়ণের সেট থেকে ছবি যাতে না ছড়ায় সেই লক্ষ্যে অভিনেতা, অভিনেত্রী এবং টেকনিশিয়ান বাদে অন্যান্য ক্রু এবং অতিরিক্ত স্টাফদের সেটে প্রবেশেও নিষেধাজ্ঞা জানানো হয়েছে। রামের চরিত্রে রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই কিংবা রাবণের চরিত্রে যশের লুক শুটিং সেট থেকে সমাজ মাধ্যমে ছড়িয়ে যাক, তা কোনভাবেই চান না নীতেশ। তাই নিজজে সেটে বেশ অনেকটা কড়া হতে হয়েছে তাঁকে। রামায়ণের প্রতিটা চরিত্ররূপ নিয়ে দর্শকদের নিজে চমক দিতে চান পরিচালক।

Related Articles