বিনোদন

শুধু রহস্যই নয়, ব্যোমকেশ-সত্যবতীর সম্পর্কের রসায়ন নিয়ে আসছেন দেব-রুক্মিনী

Byomkesh O Durgo Rahasya

The Truth of Bengal: বহু প্রতীক্ষার অবসান। অবশেষে প্রকাশ্যে এল বিরশা দাশগুপ্তর ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’-র টিজার। মাত্র ১ মিনিট ২৬ সেকেন্ডের টিজারের বোঝা গেল রহস্য, রোমাঞ্চ আর টানটান উত্তেজনা দিয়ে তৈরি এই ছবি। টিজারের শুরুতেই সাদা ধুতি আর কালো ফ্রেমের চশমা পরে একেবারে সত্যান্বেষী লুকে ধরা দিলেন দেব। তাঁর মুখে শোনা গেল সংলাপও।

রহস্য সন্ধানী দেব প্রশ্ন ছুঁড়ে দিলেন, ‘আমি নেতাও নই অভিনেতাও নই, চিনলেন কী করে?’ টলিউডে রয়েছে একাধিক ব্যোমকেশ। তার মধ্যে যুক্ত হল আরও এক ব্যোমকেশ। তবে এবারে ব্যোমকেশের ভূমিকায় দেবের নাম শুনে জলঘোলা হয়েছিল বিস্তর। কিন্তু দেব কথা দিয়েছিলেন ব্যোমকেশকে কাহিনীতে অন্য মাত্রায় তুলে ধরবেন তিনি। টিজারে সে কথা রাখারই এক ঝলক প্রমান দিল বলা চলে।

ব্যোমকেশের ও দূর্গ রহস্যের ট্রেলারে উপস্থিত হয়ে লুক সেট প্রসঙ্গে মুখ খোলেন। তবে দেব কতটা ব্যোমকেশ হয়ে উঠতে পেরেছেন  এই ব্যাখ্যা সিনেমার পর্দায় থাকলেও রুক্মিনী কতটা সত্যবতী হয়ে উঠতে পারবেন ট্রেলার লঞ্চেলর মঞ্চে এই কথা প্রকাশ্যে জানালেন তিনি।

Related Articles