বিনোদন

বলিউডকে ছাপিয়ে যাচ্ছে দক্ষিণী ছবি! হঠাৎ কেন এমন দাবি তামান্নার

Bollywood is overshadowing southern film! Why is Tamanna suddenly making such a claim?

Truth Of Bengal: দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। তেলুগু ছবির পাশাপাশি বলিউডের বেশকিছু ছবিতে দেখা গিয়েছে তাঁকে। অভিনেত্রীর জীবনে সাফল্যের মোড় ঘুরিয়ে দিয়েছে বাহুবলী ছবি। এই ছবির মাধ্যমে সারা ভারত জুড়ে পরিচিতি পায় তামান্না। বর্তমানে অভিনেত্রীর জনপ্রিয়তা তুঙ্গে রয়েছে। সম্প্রতি মুক্তি পেয়েছে স্ত্রী ২। যা বক্স অফিসে দারুন ঝড় তুলেছে। রাজকুমার – শ্রদ্ধার ছবি একের পর এক ছবির রেকর্ড ভেঙেই  চলছে।

এই ছবিতে একটি গানে দৃশ্যে দেখা গিয়েছে তামান্নাকে। যা তামান্নাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছে। পাশাপশি বিদা ছবিতে দেখা গিয়েছে। এছাড়াও অভিনেত্রীর হাতে রয়েছে তেলুগু ছবি ‘ওদেলা ২’এবং একটি হিন্দি ওয়েব সিরিজ ‘ডেয়ারিং পার্টনার’। কিন্তু তামান্না বলিউডের থেকে দক্ষিণী ছবিকে বেশি এগিয়ে রেখেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তামান্না জানিয়েছেন বলিউডের থেকে দক্ষিণী ছবির গল্পগুলো অনেক ভালো। যা দর্শকদের বেশি আকৃষ্ট করে।

তামান্না বলেন “আমি যতটুকু দেখেছি তাতে মনে হয়, দক্ষিণী ছবিগুলি অনেক বেশি স্থানিক। তবে, সারা বিশ্বে এই ছবিগুলির অনুবাদ হচ্ছে তার কারণ দক্ষিণী ছবিতে শিকড়ের গল্প অনেক বেশি।” অভিনেত্রী আরও বলেন “বিভিন্ন আঙ্গিকে মানুষের আবেগের কথাই বলে এই ছবিগুলি। নিজেদের দৃষ্টিভঙ্গি অপরিবর্তিত রেখেই তারা ছবি করার পক্ষপাতী। নানা স্তরের মানুষের জন্য একটি ছবি তৈরির কথা ভাবা হয় না। বরং যে বিষয়টি তাঁরা খুব ভাল ভাবে জানেন, শুধু সেটুকুই বলার চেষ্টা করেন। আমার মনে হয়, এটাই দক্ষিণী ছবির সাফল্যের দিক।” অভিনেত্রী ভালো ছবির গল্পের কথা বলতে গিয়ে ‘লাপতা লেডিজ’ ছবির কথা বলেন

Related Articles