আইটেম গার্ল রুক্মিণী, বিদ্যুতের জমাটি নাচ রুক্মিণীর
Item Girl Rukmini, Vidyut's submission is by dance Rukmini

The Truth of Bengal: ২০২১ সালে সনক ছবিতে বিদ্যুৎ জামওয়ালের সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করেছিলেন টলিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্র। এই অ্যাকশন থ্রিলার ছবিতে বিদ্যুতের সঙ্গে চুটিয়ে রোমান্সের পাশে ধামাকাদার অ্যাকশন স্টান্টও করতে দেখা গেছে রুক্মিণীকে। সনক ছবি দিয়েই বলিউডে হাতেখড়ি ঘটেছিল তাঁর।
এবার ফের বিদ্যুতের সঙ্গে দেখা গেল রুক্মিণীকে। সৌজন্যে বিদ্যুতের নতুন এই স্পোর্টস থ্রিলার ছবি ক্র্যাক-জিতেগা তো জিয়েগা। তবে, সনক-এর মতো এই ছবিতে লিড রোলে কাজ করেন নি তিনি। ছবিতে বিদ্যুতের বিপরীতে রয়েছেন নোরা ফতেহী। তবে, ছবির হিট রম রম আইটেম গানে বিদ্যুতের সঙ্গে চুটিয়ে আইটেম ডান্স করলেন এই বঙ্গ কন্যা। এমসি স্কোয়ারের গানে লাল শাড়ি পড়ে বিদ্যুতের সঙ্গে ডান্স স্টেপ করলেন রুক্মিণী মৈত্র।
কিছুদিন আগেই বিদ্যুৎ জামওয়ালের সঙ্গে ছবি ভাগ করেছিলেন রুক্মিণী মৈত্র। তখনই অনুমান করা হয় তিনি হয়তো আবারও বলিউডে কাজ করতে চলেছেন। এবং আবার বিদ্যুতের সঙ্গে নায়িকা হিসেবে দেখা যাবে তাঁকে। কিন্তু, ব্যাপারটা তা নয় বিদ্যুতের এই আপকামিং স্পোর্টস থ্রিলারে শুধুমাত্র আইটেম ডান্সেই দেখা গেল তাঁকে। মুক্তির পর থেকেই কয়েক ঘন্টায় নেটপাড়ায় ভাইরাল হয়ে উঠেছে রম রম। ফলে আইটেম নাম্বার হলেও বিদ্যুত ও রুক্মিণীর অনস্ক্রিন রসায়ন যে হিট তা কিন্তু ফের প্রমাণিত সিনেমহলে।