
The Truth of Bengal: রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ ছবিতে মাত্র ১৫ মিনিটের স্ক্রিন প্রেজেন্সে দুরন্ত কামব্যাক করেছেন ববি দেওল। এই পনেরো মিনিটেই মন জয় করেছেন দর্শকদের। ‘জামাল কুদু’ নাচ থেকে ববি দেওলের ‘আব্রার’ চরিত্রে দারুণ অভিনয় ‘অ্যানিম্যাল’ ছবির বড় চমক। যত দিন যাচ্ছে, ততই যেন জনপ্রিয় হচ্ছে ‘অ্যানিম্যাল’ ছবির এক হিংস্র চরিত্র আব্রার। তবে এই আব্রারের জার্নি ২০২৩-এ শেষ নয়।
ছবির সাফল্যর পর অ্যানিম্যালের প্রিক্যুয়েল অ্যানিম্যালপার্ক ছবিতেও দেখা যাবে ববিকে এই খবর আগেই সামনে এসেছিল। আব্রারের উত্থান ও পতনই হবে এই ছবির গল্প। এবার শোনা যাচ্ছে যে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার এবার তৈরি করতে চলেছেন আব্রারকে নিয়ে নতুন আরেকটি ছবিও। সম্প্রতি এক সাক্ষাৎকারে ছবি নিয়ে চলা বিতর্কে মুখ খুললেন ববি।
তিনি জানান, আমি একজন অভিনেতা। ছবির গল্পের জন্য যা প্রয়োজন তাই করেছি। আমি হিংস্রতা বা কর্কশ পৌরুষকে প্রচার করছি না। পরিচালক যা বলেছেন আমি তাই করেছি। আর এই চরিত্রটা দর্শকের পচ্ছন্দ হওয়ায় তিনি খুব খুশি বলে জানিয়েছেন ববি। প্রসঙ্গত, ‘অ্যানিম্যাল’ ছবি থেকেই টিনসেল টাউনে বাম্পার কামব্যাক করছেন ববি দেওল। হতাশায় ডুবে থাকা এই বলি নায়ক, ফের যেন নতুন আলো দেখতে পেলেন সন্দীপের অ্যানিম্যাল-এ। ছবিতে রণবীর কাপুর থাকলেও ববির ভিলেন অবতার ও জামাল কুদু গানে এখন মজেছে যে গোটা দেশ তা বলাইবাহুল্য।