জন্মদিনে চমক, নয়া অবতারে হাজির সানি দেওল
Birthday surprise, Sunny Deol appeared in a new avatar

Truth Of Bengal: বরাবরই অ্যাকশন মোডে দেখা যায় সানি দেওলকে। ‘বর্ডার’ হোক কিংবা ‘গদর’ প্রত্যেকটি ছবিতে দুর্দান্ত অভিনয় দর্শকদের বিপুল প্রশংসা কুড়িয়েছে। এবার নয়া অবতারে ধরা দিলেন অ্যাকশন হিরো।
অভিনেতার জন্মদিনেই দর্শকদের দিলেন উপহার। আসন্ন ছবি ‘জাট’-এর প্রথম লুক এলো প্রকাশ্যে। হাতে বিশালাকৃতি একটি ফ্যান।
View this post on Instagram
এক্স হ্যান্ডেলে সানির লুক শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তেলেগু পরিচালক গোপিচাঁদ মালিনেনি। গোপীচাঁদ লিখেছেন, “শুভ জন্মদিন অ্যাকশন সুপারস্টার। আপনার সাথে কাজ করতে পেরে এবং আপনাকে #JAAT হিসাবে উপস্থাপন করতে পেরে সম্মানিত। জীবনে একবার এই সুযোগের জন্য আপনাকে ধন্যবাদ।”
পিপল মিডিয়া ফ্যাক্টরির টিজি বিশ্ব প্রসাদের পাশাপাশি মিথ্রি মুভি মেকার্সের নবীন ইয়েরনেনি এবং ওয়াই রবি শঙ্কর প্রযোজনা করেছেন ছবিটি। প্রধান চরিত্রে অভিনয় করবেন রণদীপ হুডা , বিনীত কুমার সিং, সাইয়ামি খের এবং রেজিনা ক্যাসান্দ্রা। ছবির সঙ্গীত পরিচালনা করছেন থামন এস। ঋষি পাঞ্জাবি সিনেমাটোগ্রাফার, নবীন নুলি সম্পাদক এবং অবিনাশ কোল্লা প্রোডাকশন ডিজাইনার। পিটার হেইন, আনল আরাসু, রাম লক্ষ্মণ এবং ভেঙ্কট অ্যাকশন কোরিওগ্রাফার।