নতুন বছরে বড় চমক, ‘রঘুডাকাত’ লুকে হাজির হলেন দেব
Big surprise in the new year, Dev appears in 'Raghudakat' look

Truth Of Bengal: ‘দেব’ নামটাই এখন শেষ কথা। তিনি যে টলিউডের রাজার রাজা সেই প্রমাণ ইতিমধ্যেই দিয়েছেন ‘খাদান ‘ ছবি দিয়ে। বিগত কয়েক বছর ধরে চরিত্রের খাতিরে নিজেকে বারে বারে ভেঙেছেন দেব। তার অভিনয় এখন অনেক বেশি শক্তিশালী। অনেক বেশি সাবলীল। তার প্রমাণ আবারও মিলল দেবের নতুন ছবির লুকে।
View this post on Instagram
বছরের প্রথম দিনে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন দেব। ছবিতে দেবের গোটা মুখ চাদরে ঢাকা। বেরিয়ে আছে শুধু দুই রক্তচক্ষু। কপালে তাঁর তিলক। এমন চেহারা রঘু ডাকাতের। আর এই চেহারা দেখে এক মুহূর্তের জন্যে ভয় পেতে বাধ্য আপনি। এই ছবি পোস্ট করেই অনুরাগীদের নতুন বছরের শুভেচ্ছা জানালেন সুপারস্টার।
বুধবার দেব তার আপকামিং ফ্লিম ‘রঘু ডাকাত’ এ নিজের একটি লুকের ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘শুভ নববর্ষ! প্রতিশ্রুতি অনুযায়ী, খাদান-এর পর, আমি আমার পরবর্তী উদ্যোগ (ছবি) নিয়ে আসছি। দেবকেও নতুন বছরে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। উল্লেখ্য, গত বছরের ২০ ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পেয়েছেন দেবের ছবি ‘খাদান’। মুক্তির পর থেকে বক্স অফিসে ঝড় তুলছে এই ছবি।
মুক্তির মাত্র ১১ দিনেই ১০ কোটি ছাড়িয়ে গিয়েছে ছবির আয়। এর আগে কোনো বাংলা সিনেমা ১১দিনে ১০ কোটি আয় করতে পারেনি। অর্থাৎ বাংলার বক্স অফিসে নতুন রেকর্ড গড়েছে ‘খাদান’। যত সময় যাবে আরও বেশি বাড়তে থাকবে ছবির আয় তা বলাই যায়। চলতি বছরের পুজোতে মুক্তি পাবে দেব অভিনীত ‘রঘু ডাকাত’। এখন দেখার ‘খাদান’ এর পর ‘রঘু ডাকাত’ এ দর্শকদের মন কতটা জয় করতে পারেন টলিউডের রাজার রাজা।