বড় খবর! এস এস রাজামৌলি নিয়ে আসছেন বাহুবালির নতুন অ্যানিমেটেড সিরিজের ট্রেলার

The Truth Of Bengal: মাহিষমতি সাম্রাজ্য এর কথা মনে আছে অবশ্যই? ফিরে দেখা যাক ২০১৫ এর সেই সময়, যখন সিনেমা হল থেকে বেরিয়ে সবার মুখে ছিল কেবল একটাই প্রশ্ন! “কাটাপ্পা নে বাহুবালি কো কিউ মারা?” তাছাড়াও অনেকেই ছিলেন যারা বুঝতেই পারেননি যে সিনেমা শেষ হয়ে গিয়েছে অনেকক্ষণ। তারপর দুই-বছর পর ফিরে আসে সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে পরিচালক রাজামৌলি তাঁর ‘বাহুবালি-২’তে। তবে এবার রাজমৌলি নিয়ে এলেন দর্শকদের জন্য অন্য আরেক চমক! মঙ্গলবার এস এস রাজামৌলি তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন, যেখানে তিনি লিখছেন,”মাহিষমতির লোকেরা যখনই তাঁর নাম জপ করবে, তখন পৃথিবীর কোনও শক্তি তাঁকে ফেরত আসা থেকে থামাতে পারবে না।” সঙ্গেই তিনি এও লেখেন যে,” বাহুবালি: ক্রাউন অফ ব্লড, অ্যানিমেটেড এই সিরিজের ট্রেলার আসছে খুব শীঘ্রই!”
When the people of Mahishmati chant his name, no force in the universe can stop him from returning.
Baahubali: Crown of Blood, an animated series trailer, arrives soon! pic.twitter.com/fDJ5FZy6ld
— rajamouli ss (@ssrajamouli) April 30, 2024
এককথায় কল্পনার জগতে ফিরিয়ে নিয়ে গিয়েছিলেন রাজামৌলি সেই সময় তাঁর এই অসামান্য কাজের মাধ্যমে। কারণেই বক্স অফিসে ভেঙে গিয়েছিল সমস্ত রেকর্ড। এমন সিনেমা যা কেও কখনোই দেখেনি, কে বাস্তবে তুলে ধরেছিলেন পরিচালক। রূপসাগরে পাল তোলা নৌকার পাখির ন্যায় উড়ান, আর সেখানেই রাজপুত্র ও রাজকুমারীর প্রেম! সুন্দর সেই পরিকল্পনা আজও দর্শক কোথাও খুঁজে থাকেন সিনেমা হলের পর্দায়। তবে রাজামৌলির হঠাৎই বাহুবালি’কে কামব্যাক করা এবং তাও আবার অ্যানিমেটেড ভার্সনে কোথাও আবারও দর্শকদের মনে সেই দমে যাওয়া আকাঙ্খাকে ফিরিয়ে আনতে পারবেন বলেই মনে করছেন নেটিজেনদের একাংশ।

তাছাড়াও কিছুদিন আগেই রাজামৌলি, তাঁর প্রিয় রাম চরণ ও জুনিয়র এনটিআর’কে প্রধান চরিত্রে আর.আর.আর সিনেমায় তুলে ধরেছিলেন। সেখানেও সাফল্য পেয়েছিলেন অতিমাত্রায়। সিনেমার গান “নাটু নাটু”, বিশ্বজুড়ে নিজের আধিপত্য বিস্তার করেছিল। ‘সর্বশ্রেষ্ট অরিজিনাল গান’ হিসেবে ‘অস্কার’ জয় লাভ করা গানটি বেজে উঠেছিল অস্কারের স্টেজ থেকে ভারতের সবচেয়ে দরিদ্র কোনও গলির মধ্যেও। তাছাড়াও মহেশ বাবুর সঙ্গেও সম্প্রতি তাঁকে কাজ করতে দেখা গিয়েছিল। এবার এই নতুন কাজের কথা ঘোষণা করলেন নিজেই তাঁর সোশ্যাল মিডিয়ার পাতা থেকে। আপাতত ট্রোলারের অপেক্ষায় চাতক পাখির ন্যায় তাকিয়ে রয়েছেন বাহুবালি আর্মি, এস এস রাজামৌলির পানে।