বিনোদন

তেলেগু ইন্ডাস্ট্রিতে ডেবিউ করছেন বড়ে মিয়াঁ অক্ষয় কুমার, ছবির নাম কি?

Big Mian Akshay Kumar debuting in Telugu industry, what is the name of the film?

The Truth Of Bengal : বলিউডের পর এবার দক্ষিণি ছবিতে ডেবিউ করতে চলেছেন অক্ষয়কুমার। অভিনেতা বিষ্ণু মাঞ্চুর তেলেগু ছবি কান্নাপ্পাতে দেখা যাবে তাঁকে ৷ মঙ্গলবার ছবির প্রযোজকরা এই খবর জানিয়েছেন। আক্কি ছাড়াও এই ছবিতে রয়েছেন দক্ষিনি সুপারস্টার প্রভাস। এই ছবির লিড রোলে রয়েছেন মাঞ্চু।

তাই, অক্ষয়কে কোন রোলে কাস্টিং করা হয়ে তা এখনও প্রকাশ করা হয়নি। এদিকে বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ সাফল্যের পর এই খবরে বেশ খুশি বলিউডের খিলাড়ি কুমার। নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, “এমন উষ্ণ অভ্যর্থনা এবং আমাকে আপনার কান্নাপ্পা যাত্রার অংশীদার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই বিষ্ণু মাঞ্চু ।

Related Articles