পহেলগাঁও হামলায় আতঙ্কে ভারতি, কি বললেন কমেডিয়ান?
Bharti in panic after Pahalgaon attack, what did the comedian say?

Truth Of Bengal: জম্মু-কাশ্মীরের পহেলগাঁও-এ জঙ্গিহানার ঘটনায় স্তব্ধ গোটা দেশ। জঙ্গিদের ছোঁড়া এলোপাতাড়ি গুলিতে মৃত্যু হয়েছে ২৮ জন পর্যটকের। এই ভয়াবহ গণহত্যার পর থেকেই ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। বদলা চাইছে গোটা দেশবাসী। জঙ্গি হামলার নিন্দা করে সরব হয়েছেন বলিউড তারকারাও। পহেলগাঁও-এ জঙ্গিহানার ঘটনার কেটে গিয়েছে ১ সপ্তাহ। কিন্তু আতঙ্ক কাটছে না কমেডিয়ান ভারতী সিং এর। দুবাইয়ে ছুটি কাটাতে গিয়েও আতঙ্ক গ্রাস করছে ভারতিকে। পহেলগাঁও কাণ্ড নিয়ে নিয়ে মত প্রকাশ করেছেন কমেডিয়ান।
এদিন ভারতি বলেন, ”গত কয়েকদিন ধরেই আমার মন খারাপ। জানি না, কী করে নিজের এই অুনুভূতি ব্যক্ত করব! ইনস্টাগ্রামে পহেলগাঁওয়ের ঘটনার ভিডিওগুলো যত দেখছি তত মনটা খারাপ হয়ে যাচ্ছে। হৃদয় ভেঙে যাচ্ছে। এমনকী বিমানে বসেও কেঁদেছি। গত কয়েক রাত ভালো করে ঘুমোতে পারিনি ভিডিওগুলো দেখার পর। কত ছোট ছোট বাচ্চা! আমি দেখতে পারছি না এসব!”
তিনি আরও বলেন, ”যাদের হাতে কিছু টাকা আছে, তারা না হয় দুবাই, সিঙ্গাপুর, ব্যাঙ্কক যেতে পারে। যারা গরিব বা মধ্যবিত্ত তারা কাশ্মীর, শিমলা এসব জায়গায় যাবে। দেশের বাইরে কোথাও যাওয়া তাদের পক্ষে কার্যতই অসম্ভব। কিন্তু এখন এই সব জায়গা নিরাপদ নয়, তারা কোথায় যাবে? আমাদের ছোটবেলাতে বছরে একবার বৈষ্ণো দেবীতে যাওয়াটাই ছিল বিরাট ব্যাপার। এখনও অনেকেই রয়েছেন আমাদের মতো। কিন্তু এখন বড্ড ভয় করছে। প্লিজ, শান্তি বজায় রাখুন।” সব মিলিয়ে পহেলগাঁও কাণ্ড নিয়ে বদলা চাইছে গোটা দেশ।