বিনোদন

হিন্দি ছবিতে বাংলার লোকগান! আপন মনে গাইছেন জেনেলিয়া

Trial Period Web Series

The Truth of Bengal:  হাতে তার একতারা। পরনে সাদা-লাল ঘাঘরা। তিনি জেনেলিয়া ডিস্যুজা। দিব্যি নাচছেন আর বাংলায় গাইইছেন গোলেমালে পিরিত কইরো না। নাহ, এটা কোনও মিউজিক ভিডিও নয়। ট্রায়াল পিরিয়ড গানের জন্য ব্যবহার করা হয়েছে এই গান। কমেডি ড্রামা ঘরানার এই ছবি পরিচালনা করেছেন আলেয়া সেন। এই ছবিতে জেনেলিয়া অভিনয় করেছেন সিঙ্গল পেরেন্টের ভূমিকাতে।

ছবিতে দেখা যায়, ছেলের আব্দার মেটাতে ট্রায়াল পিরিয়ডের জন্য বাবা সাজিয়ে আনা হয় মানব কউলকে। তারপর থেকেই সম্পর্কের রোলার কোস্টার রাইড শুরু হয়। ছবিতে মানব-জেনেলিয়া ছাড়াও রয়েছেন শক্তি কাপুর, শিবা চাড্ডা, গজরাজ রাও, স্বরূপ ঘোষ, বরূণ চন্দ। আর এই ছবিতে গোলেমালে পিরিত কইরো না গানটি জেনেলিয়ার লিপে গেয়েছেন শ্রেয়া ঘোষাল। তাঁকে সঙ্গত দিয়েছেন  দেব নেগি ও কৌশিক গুড্ডু।

এই গানের সুরকে নতুন রূপ দিয়েছেন কৌশিক ও গুড্ডুই। গীতিকার হিসেবে লেখা হয়েছে ট্র্যাডিশানাল ফোক। রাপের অংশটি গেয়েছেন গুড্ডু নিজেই। গানের ভিডিওতে মূলত জেনেলিয়া ও মানবের রসায়ন ফুটে উঠেছে। না চেয়েও কাছাকাছি চলে আসে এই দুই চরিত্র। ভিডিওতেই স্পষ্ট হয়, জেনেলিয়ার চরিত্রের সঙ্গে একা বাঙালি কানেকশন রয়েছে। তাতেই বারতি মাত্রা পেয়েছে শ্রেয়া ঘোষালের কন্ঠ। আগামী ২১ জুলাই থেকেই জিও সিনেমাতে দেখা যাবে ট্রায়াল পিরিয়ড।

 

Related Articles