বড় পর্দায় ‘বাদামী হায়নার কবলে’, নতুন গোয়েন্দা অবতারে আবির
Abir in the new detective character

The Truth of Bengal: বুধবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার একটি জনপ্রিয় সিনেমাহলে হয়ে গেল পরিচালক দেবালয় ভট্টাচার্যের পরিচালিত প্রথম ছবি বাদামী হায়নার কবলে’-র স্টার স্টাডেড প্রিমিয়ার। ব্যোমকেশ, ফেলুদা, সোনাদার পর ফের বাঙালি গোয়েন্দা দীপক চ্যাটার্জি চরিত্রে ফের টলিপাড়ার প্রশংসা কুড়লেন আবির চট্টোপাধ্যায়।
দেবালয় ও আবির তাঁদের নতুন পাল্প ফিকশন বাদামী হায়নার কবলে নিয়ে হাজির হলেন শহরে। বুধবার শহরের এক মাল্টিপ্লেক্সে ছবির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়ে গেল। স্মৃতির অতলে তলিয়ে যাওয়া স্বপনকুমারের বিখ্যাত গোয়েন্দা দীপক চ্যাটার্জিকে ফিরিয়ে আনলেন পরিচালক দেবালয় ভট্টাচার্য। বাদামী হায়নার কবলে-তে দীপক চ্যাটার্জির অভিনয়ে মুগ্ধ টলিউডের সেলেবরা। ছবির প্রিমিয়ারে এসে কৌশিক সেন থেকে শুভশ্রী সকলের মুখেই আবিরের বন্দনা শোনা গেল।
ব্যোমকেশ, ফেলুদা, সোনাদার পর শহরের দর্শক অভিনেতা আবিরকে দেখলেন নতুন এক গোয়েন্দার ভূমিকায়। দীপকের ভূমিকায় টলিপাড়া আবিরকে দরাজ সার্টিফিকেট দিলেও আবির সবটাই ছেড়ে দিলেন দর্শকদের জন্য।এদিন ছবির শেষে সকলের সঙ্গে কেক কেটে সেলিব্রশনেও মাতলেন ছবির কলাকুশলীরা। ছবির গল্প, পরিচালনা, সবার দুরন্ত অভিনয় থেকে কেক কাটা সব হলেও আসল সেলিব্রশন হবে কিন্তু ছবি সাকসেস হওয়ার পরেই। ততদিন পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে।