বিনোদন

শহরে এল ‘বাদামী হায়নার কবলে’, আবিরের নতুন গোয়েন্দারূপে মুগ্ধ দর্শক

Badami Hyenar Kobole

The Truth of Bengal: শহরে হঠাৎ ঘুরে বেড়াতে দেখা যায় এক বাদামি হায়না। যথারীতি ডাক পড়ে দীপক চ্যাটার্জীর। কিন্তু তিনি এই বাদামি হায়নার খোঁজে গোয়েন্দাগিরি করতে একেবারে নারাজ। কারণ গল্পের ডিটেক্টিভ বর্তমানে লাইব্রেরীর গার্ড। অবশেষে সেই বাদামি হায়নার কবল থেকে শহরকে বাঁচাতে ছুটে এলো ডিটেক্টিভের একমাত্র সহকারি রতনলাল। তবে তার পক্ষেও খুব একটা সহজ হয়নি ওই বাদামি হায়নাকে কাবু করা। অগত্যা, বাদামী হায়নার মোকাবিলা করতে ময়দানে নামেন ডিটেক্টিভ দীপক চ্যাটার্জী। এরপর কীভাবে তিনি বাদামী হায়নার কবল থেকে শহরবাসীকে রক্ষা করেন তাই ধরা পড়ছে দেবালয়ের এই পাল্প ফিকশনে।

ফের বাঙালি গোয়েন্দার চরিত্রে এই ছবিতে অনবদ্য আবির চট্টোপাধ্যায়। শ্রী স্বপনকুমারের চরিত্রে পরান বন্দ্যোপাধ্যায়ের অভিনয় বেশ মনে ধরেছে দর্শকের। গোয়েন্দা গল্প হলেও পুরো সিনেমায় কখনো চলছে ‘ফুলে ফুলে ঢলে ঢলে’, আবার কখনো বন্দুক থেকে বেরিয়ে আসছে গুলির বদলে গোলাপ ফুল। আবার খানিক রয়েছে রোমান্টিকতার ছোঁয়াও। সিনেমার চিত্রনাট্যে টান টান উত্তেজনার সাথে কিছু আজগুবি দৃশ্য থাকলেও তাতে এতটুকুও বোর হবে না দর্শক। সিনেমায় গোয়েন্দা দীপক চ্যাটার্জির চরিত্রে অভিনয় করছেন আবির।  এর আগে আমরা বহু ডিটেক্টিভের চরিত্রে তাকে অভিনয় করতে দেখেছি। তবে এই মুভিতে অভিনেতা আবির কেমন অভিনয় করছে সেটাই এই ছবির ইউএসপি।

ছবির ক্ল্যাইম্যাক্সে রয়েছে আসল চমক। অনেকেই সিনেমা দেখে বলতে পারেন পুরো সিনেমাটি গাঁজাখুরি গল্পে ভরা। কারণ সিনেমাতে যখন টানটান অ্যাকশন সিন চলছে তার ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছে ‘ফুলে ফুলে ঢলে ঢলে’। আবার বন্দুকের ট্রিগারে চাপ দিলে গুলির বদলে বের হচ্ছে গোলাপ ফুল। তাতে, এই ছবির গল্প যতই অর্থহীন লাগুক অনেকের, স্রেফ বিনোদন হিসেবে ছবিটিকে নিলে সিনেম্যাটিক ট্টিটমেন্টে কখন যে সময় পেরিয়ে যাবে তাতে দর্শকের হুঁশ থাকে না। কারণ রহস্যের জট ছাড়াতে ছাড়াতেই এই ফিল্মের প্রেমে পড়ে যেতে বাধ্য হলমুখী দর্শক। আর এখানেই জিত হয় টলিউডের নতুন ছবি বাদামী হায়নার কবলের।

Related Articles