
The Truth of Bengal: নতুন বছরেই আবার শ্যুটিং ফ্লোরে ফিরলেন টলি পাড়ার হিট পরিচালক রাজ চক্রবর্তী। আসতে চলেছে রাজের নতুন ওয়েব সিরিজ বাবলি। বুদ্ধদেব গুহর বিখ্যাত উপন্যাসকে এবার ক্যামেরা বন্দি করবেন রাজ। এই ওয়েব সিরিজের হাত ধরে প্রথমবার জুটিতে দেখা যাবে আবির ও শুভশ্রীকে। শুক্রবার শুভ মহরতে দেখা গেল দুজনকেই। অন্যদিকে সিরিজের এক গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন টলিউড অভিনেত্রী সৌরসেনী মৈত্র। এই প্রথমবার রাজের সঙ্গে কাজ করবেন তাই স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত সৌরসেনী।
কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেয়েছিল সিরিজের মোশন পোস্টার। এবার সামনে এল বাবলির শ্যুটিং শুরু হওয়ার আগের মুহূর্ত। শুক্রবার সকাল থেকেই পুজোয় ব্যস্ত দেখা গেল রাজ ও শুভশ্রীকে। পাশে দাঁড়িয়ে ছিলেন আবিরসহ টিম বাবলির কলাকুশলীরা। এদিন শ্যুটিং শুরু হওয়ার আগে সিরিজের গল্পের আভাস দিলেন স্বয়ং পরিচালকই।
গতবছর কল্লোল লাহিড়ীর জনপ্রিয় উপন্যাস ‘ইন্দুবালা ভাতের হোটেল’ অবলম্বনে তৈরি সিরিজটি ছিল শুভশ্রীর প্রথম ওয়েব সিরিজ। যা দর্শক মহলে বেশ প্রশংসিত হয়েছিল। আর এবার বুদ্ধদেব গুহর জনপ্রিয় উপন্যাস ‘বাবলি’তে কেমন হিট হয় আবির-শুভশ্রীর নতুন জুটি এখন সেদিকেই তাকিয়ে গোটা টলিউড।