অবশেষে মুক্তি পাচ্ছে অউরো মে দাম কাহা থা প্রকাশ্যে ছবির নতুন মুক্তির দিন
Auro Mein Dam Kaha Tha is finally releasing the new release date of the film

The Truth of Bengal: অবশেষে বড়পর্দায় মুক্তি পেতে চলেছে অজয় দেবগন ও টাবু অভিনীত অউরো মে দাম কাহা থা ছবিটি। তবে জুলাইতে আর মুক্তি পাচ্ছে না ছবিটি। প্রসঙ্গত ছবিটি ৫ জুলাই মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু মুক্তির আগের রাতেই আচমকাই জানানো হয় ওই দিন মুক্তি পাচ্ছে না ছবিটি। জানানো হয়, ছবির মুক্তির তারিখ পরে জানিয়ে দেওয়া হবে। এত দিনে তা জানানো হল। একেবারে অগাস্টে মুক্তি পাচ্ছে নীরজ পাণ্ডে পরিচালিত এই ছবি। অজয় দেবগন নিজে পোস্ট করে ছবি মুক্তির নতুন দিন ঘোষণা করেন।
প্রসঙ্গত ২৭ জুন মুক্তি পেয়েছে প্রভাস, দীপিকা, অমিতাভ ও কমলা হাসান অভিনীত কল্কি ২৮৯৮। মূলত প্রথম সপ্তাহেই দেশজুড়ে ঝড় তোলে এই ছবি। তাই মনে করা হচ্ছে নীরজ পান্ডে পরিচালিত এই ছবির মুক্তির দিন পিছিয়ে দেওয়া হয়। সূত্রের খবর, ডিস্ট্রিবিউটাররাই ছবির মুক্তি পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছিলেন। সেই ইচ্ছের সম্মান দিয়েই ‘অউরো মে কাহা দম থা’ ছবির মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। আর নতুন মুক্তির তারিখ হিসেবে ধার্য করা হয়েছে ২ আগস্টের দিনটি।
নীরজ পান্ডে মূলত অ্যাকশন ছবির জন্যই বিখ্যাত কিন্তু এই প্রথমবার লাভ স্টোরি পরিচালনা করছেন তিনি। বহু বছর পর তাব্বু ও অজয় দেবগণকে নিয়ে একেবারে অন্য ধরনের গল্প বলতে চলেছে ‘অউরো মে কাহা দম থা’। ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে এই ছবির ট্রেলার। ছবিতে অজয়-টাব্বুর পাশাপাশি শান্তনু মাহেশ্বরী, সাই মাঞ্জরেকর, জিমি শেরগিলও রয়েছেন।