বিনোদন

ডিভোর্সের পরেই সুখবর শোনালেন এ আর রহমান

AR Rahman announces good news after divorce

Truth of Bengal: সদ্যই বিবাহ বিচ্ছেদের ঘোষণা করেছেন সুরকার এ আর রহমান ও তার স্ত্রী সায়রা বানু। তাদের বিবাহ বিচ্ছেদের ঘোষণার পর থেকে বিভিন্ন মহলে ছড়িয়ে পড়ে নানা গুঞ্জন। আরও সমালোচনা বাড়িয়েছে সুরকারের সহশিল্পী গিটার বাদক মোহিনী দে-র জন্যই। কারণ রহমানের বিবাহ বিচ্ছেদ ঘোষণার পরেই মোহিনী নিজেও তার স্বামী ম্যাকের সঙ্গে বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করেন সোশ্যাল মিডিয়ায়।

আর এরপর থেকেই শুরু হয় রহমানের সঙ্গে মোহিনীর পরকীয়ার গুঞ্জন। আর এসবের মাঝেই সুখবর শোনালেন অস্কার জয়ী শিল্পী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন এ আর রহমান। যেখানে তিনি জানান, দক্ষিণী ছবি ‘দ্য গোট লাইফ’-এর আবহসঙ্গীতের জন্য হলিউড মিউজিক অ্যাওয়ার্ডসে সেরার পুরস্কার জিতে নিয়েছেন। এই ছবির গোটা টিমকে এই ভিডিওর মাধ্যমে ধন্যবাদও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, উল্লেখ্য, ১৯৯৫ সালে রহমান ও সায়রা বানুর বিয়ে হয়েছিল। দেখাশোনা করেই নাকি এই বিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু দীর্ঘ ২৯ বছর তাঁরা একসঙ্গে কাটিয়েছেন। খাতিজা, রহমান ও আমিন, তিন সন্তানের জন্ম হয়েছে। মেয়ে খাতিজার বিয়েও হয়ে গিয়েছে। যৌথ বিবৃতি দিয়েই নিজেদের বিবাহ বিচ্ছেদের খবর ঘোষণা করেন এ আর রহমান ও সায়রা বানু।

Related Articles