বিয়ের সারলেন অনুস্মিতা, নতুন করে নতুন সুর বাঁধলেন অনুপম প্রস্মিতা
Anupam Prasmita got married

The Truth Of Bengal : সবটাই এবার অফিসিয়াল। নিজেদের ভালবাসার সম্পর্ককে এবার অফিশিয়াল করলেন গায়ক অনুপম রায় এবং গায়িকা প্রস্মিতা পাল। গত ২ রা মার্চ তাঁদের আইনি বিয়ে হবে একথা আগেই জানা গিয়েছিল। ঠিক সেই মতো শনিবার আইনিভাবে নিজেদের সম্পর্ককে পরিণতি দিলেন অনুপম-প্রস্মিতা। বিয়ে সেরে প্রথমবার সোশ্যাল মিডিয়াতে নিজেদের ছবি পোস্ট করলেন তাঁরা। গায়ক সেই ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন ‘নতুন করে’।
সোশ্যাল মিডিয়াতে একেবারে ট্রেনিং হয়ে পড়েছে নব দম্পতির এই পোস্ট। দেখা যাচ্ছে বিয়ের দিন অনুপম পড়েছিলেন ঘিয়ে রঙের পাঞ্জাবি আর তাতে লাল রঙের সুতো দিয়ে কাজ করা। সাথে প্রস্মিতার পরনে ছিল গোলাপি রঙের শাড়ি আর ব্লাউজ সঙ্গে সোনার গয়না। হাতে মেহেন্দি আর সিঁথিতে অনুপমের দেওয়া সিদুরে অপরূপ দেখতে লাগছিল গায়িকাকে। দক্ষিণ কলকাতার এক বিলাসবহুল ক্লাবে বসেছিল এই সুরের জুটির ঘরোয়া বিয়ের আসর। প্রস্মিতা আগেই জানিয়ে দিয়েছিলেন যে তিনি একেবারে ব্যক্তিগত পরিসরে বিয়ে করতে চান। ঠিক সেই ভাবেই পরিবার আর কেবলমাত্র ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে আইনি বিয়ে করেছেন তাঁরা।
প্রসঙ্গত ২০১১ সালে অনুপমের দ্বিতীয় স্ত্রী পিয়া চক্রবর্তীর সঙ্গে বিচ্ছেদ হয়। এরপর গত ২৭ এ নভেম্বরন পিয়া এবং অভিনেতা তথা পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় নতুন করে নিজেদের জীবন শুরু করেন। পিয়া এবং পরমব্রতের বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় চলে জোরদার ট্রোলিং। সেই সময় অনেকেই সমবেদনা জানিয়েছিলেন অনুপমকে।
অন্যদিকে জানিয়ে রাখা ভালো গায়িকা প্রস্মিতার এটি দ্বিতীয় বিয়ে। আগে শৌণক নামক এক চিকিৎসঙ্গের সঙ্গে বিয়ে হলেও কয়েক মাসের মাথাতেই ডিভোর্স হয়ে যায়। তারপরেই ধীরে ধীরে নিজের পেশাগত জীবনের থেকেই আলাপ হয় অনুপমের সাথে। প্রথমে কেবলই পেশাগত আলাপ তারপর ধীরে ধীরে সেখান থেকে বন্ধুত্ব এবং তারপরই প্রেম। অনেকবার তাঁদের বিয়ে নিয়ে গুঞ্জন শোনা যায় সোশ্যাল মিডিয়াতে। এবার সেই গুঞ্জন অফিসিয়াল ভাবে সত্যি হলো।
FREE ACCESS