বিনোদন

ফের দুঃসংবাদ বিনোদন জগতে আত্মঘাতী বিখ্যাত কন্নড় পরিচালক

Another sad news is the famous Kannada director who committed suicide in the entertainment world

The Truth of Bengal: ফের বিনোদন দুনিয়ায় দুর্ঘটনা। ঘর থেকে উদ্ধার বিখ্যাত পরিচালকের নিথর দেহ।  বেঙ্গালুরুর বাড়ি থেকে উদ্ধার হয় বিখ্যাত কন্নড় পরিচালক বিনোদ ধোন্ডলের ঝুলন্ত দেহ। বিগত বেশ কয়েকদিন ধরেই কন্নড় ইন্ডাস্ট্রি থেকে একের পর এক বিতর্ক উঠে আসছে। একাধিক শিল্পীর মৃত্যু থেকে একাধিক অভিনেতার সম্পর্কের বিচ্ছেদ, এরকম বিভিন্ন বিতর্কের মাঝেই বিখ্যাত এই পরিচালকের আত্মঘাতী হওয়ার খবর প্রকাশ্যে আসে। জানা গিয়েছে ঘর থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করে পুলিশ আধিকারিকরা।

কন্নড় বিনোদন জগতে অতি জনপ্রিয় মুখ বিনোদ ধোন্ডলে। ‘কারিমণি’-র মতো একাধিক জনপ্রিয় সিরিয়াল পরিচালনা করেন তিনি। পাশাপাশি মাউনারাগা, শান্তম পাপম, ইত্যাদি ধারাবাহিকও পরিচালনা করেছেন তিনি। তাঁর আত্মঘাতী হওয়ার খবর প্রকাশ্যে আসতেই শোরগোল শুরু হয়েছে বিনোদন জগতে।

তবে হঠাৎ কেন তিনি নিজেকে শেষ করে দেওয়ার মতো সিদ্ধান্ত নিলেন সেটা এখনও অস্পষ্ট। বিষয়টা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। তাঁর ব্যক্তিগত এবং কর্মজীবন উভয় নিয়েই নিয়েই তদন্ত শুরু হয়েছে যাতে উঠে আসে তিনি কেন এমন এক চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন। তাঁর এই অকালপ্রয়াণে গভীর শোকের ছায়া নেমে এসেছে কন্নড় বিনোদন জগতে।

 

Related Articles