নিরিবিলি জায়গা সাথে ট্রেকার্সদের নতুন গন্তব্য ডুকা ভ্যালি
Another offbeat valley located within Kalimpong is Duka Valley

The Truth of Bengal: আর দু মাসের অপেক্ষা। তারপরেই এই তিলোত্তমা ভরে আলোয় আলোকিত হয়ে উঠবে। আসছে পুজো। পুজো হয়ে যাওয়ার পর মনটা বড় খারাপ থাকে। মনে হয় যদি আরও একবার পুজোর দিন গুলো ফিরে আসতো। সেই দিন ফিরে যদিও বা আসে, কিন্তু তার জন্য অপেক্ষা করতে হয় ৩৬৫ দিন। তাই পুজোর পর নিজের মন খারাপ দূর করতে একটু ঘুরে আসুন। ভাবছেন কথায় যাবেন? পৌঁছে যেতে পারেন কালিম্পঙের ডুকা ভ্যালিতে। বৃষ্টি হলেও গরম কমছে না রাজ্যে । এই সময় পাহাড়ে যাওয়ার জন্য মন কেমন করছে তো? একদম নিরিবিলি জায়গা বেছে নিতে চাইছেন পাহাড়ে যাওয়ার জন্য। তাহলে পৌঁছে যান কালিম্পঙে।
না কালিম্পং শহরে ভ্রমণের কথা বলছিনা। কালিম্পঙের মধ্যে অবস্থিত আরও একটি অফবিট ভ্যালি হল ডুকা ভ্যালি। প্রাকৃতিক সৌন্দর্য ও মনোরম পরিবেশে ভরপুর এই গ্রাম। এখানকার জিব বৈচিত্র্য পর্যটকদের আকর্ষণ করে। এই পাহাড়ি উপত্যকা সমুদ্র পৃষ্ঠ থেকে ১০০০ থেকে ১৫০০ ফুর উঁচুতে অবস্থিত। পাহাড়ি ঝর্ণা, ঢালু জমি, পাহাড়ি জঙ্গল এই সব কিছু মিলিয়ে তৈরি এই উপত্যকা। যারা জীবনে অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা একবার ঘুরে আসতেই পারেন এই ডুকা ভ্যালি থেকে। ডুকা ভ্যালি যারা ট্রেকিং করে তাদের জন্য একদম উপযুক্ত। এখানে বেশ কিছু ছোট ছোট জলপ্রপাত রয়েছে। প্রতিটি জলপ্রপাতের সৌন্দর্য নিজের মতো। যা দেখে সত্যি চমকে যাবেন আপনি। এই অঞ্চলে রয়েছে প্রচুর রডোডেন্ড্রন।
চারিদিকে অর্কিড আর নানা রকম ফুলের বাহার। এমনকি নানা ঔষধি গাছ ও রয়েছে এখানে। এমনকি নানা ধরনের পাখির আনাগোনা দেখবেন এখানে। ভাবছেন যাবেন কিভাবে? যাওয়ার জন্য আপনাকে ট্রেন ধরে পৌঁছে যেতে হবে শিলিগুড়ি। আবার চাইলে জলপাইগুড়িও পৌঁছে যেতে পারেন। সেখান থেকে জিপে বা ট্যাক্সি ভাড়া করেও পৌঁছে যেতে পারেন ডুকা ভ্যালি। আবার যদি মন চাই আপনি শিলিগুড়ি থেকে বাসে করে দার্জিলিং হয়ে এই ডুকা ভ্যালি পৌঁছবেন তাহলে তাও পারেন। ডুকা ভ্যালি যাওয়ার সেরা সময় হল অক্টবর থেকে মার্চ মাস। তাই আর কয়েকদিন অপেক্ষা করে একেবারে শহরে পুজো দেখার পর ঘুরে আসুন এই ডুকা ভ্যালিতে। এখানে রয়েছে বেশ কিছু হোটেল ও হোমস্টে। তাই রাত্রি যাপনের ক্ষেত্রে কোন অসুবিধা হওয়ার কথা নয় আপনার।