বিনোদন

সালমানের বাড়িতে গুলি চালানোর ঘটনায় রাজস্থান থেকে ধরা পড়ল আরও এক বন্দুকবাজ

Another gunman from Rajasthan was caught in connection with the shooting at Salman's house

The Truth of Bengal: সালমানের বাড়িতে গুলি চালানোর ঘটনায় যুক্ত অনুজ থাপনকে গ্রেফতার করা হয়েছিল আগেই। তবে বুধবার হঠাৎই অনুজের হেফাজতের মধ্যেই আত্মহত্যার খবরে শোরগোল পরে গিয়েছিল বম্বে সিটিতে। এ বার রাজস্থান থেকে ধরা পড়লেন মহম্মদ চৌধরি। তিনি বন্দুকবাজদের অর্থের জোগান দিয়েছিলেন এমনকি, রেকি করার দিনও ছিলেন তাঁদের সঙ্গে। রাজস্থান থেকে ধরা হয় এই মহম্মদকে। মঙ্গলবারই মুম্বইয়ে নিয়ে আসা হয়েছে তাঁকে। খুব শীঘ্রই আদালতে তোলা হবে তাঁকে।

গত ১৪ই এপ্রিল সালমানের বাড়িতে কয়েকজন যুবকের গুলি চালানোর দৃশ্য ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। পরে মুম্বাই পুলিশের তৎপরতায় মোট চারজনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যেই যে চারজনের পরিচয় পাওয়া যাচ্ছে তারা হল, ভিকি গুপ্ত (২৪), অনুজ থাপন (৩২), সাগর পাল (২১), এবং শনু কুমার (৩৭)। তাদের সকলকেই গত সপ্তাহেই গ্রেফতার করা হয়েছিল। এবং মেডিক্যাল টেস্ট এর জন্য কাস্টিডিতে রাখা হয়েছিল।  উদ্বেগে সলমনের পরিবার-সহ তাঁর অনুরাগীরাও। শোনা যাচ্ছে, ইতিমধ্যে নিজের বান্দ্রার ফ্ল্যাট ছেড়ে পানভেলের খামারবাড়িতে পাকাপাকি ভাবে থাকতে শুরু করেছেন তিনি।

Related Articles