বিনোদন

করণ জোহারের ওয়েব সিরিজের অফার নাকচ করেছেন অঙ্কিতা লোখণ্ডে?

The Truth Of Bengal: একের পর এক সফলতা এসেছে তার। ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এর পার্ট ওয়ান হোক বা টু- ওই ফ্র্যাঞ্চাইজির প্রত্যেকটি বক্স অফিসে হিট হয়েছিল। আর এবার ওয়েব সিরিজে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ৩’ প্রকাশ করার ঘোষণা করেছেন করণ জোহার। তবে, আসন্ন সেই ওয়েব সিরিজ নিয়ে এবার গুঞ্জনও শোনা যাচ্ছে বলিউডের অন্দরমহলে।

শোনা যাচ্ছে, বলিউডের জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা লোখণ্ডের কাছে সিরিজে অভিনয় করার প্রস্তাব গিয়েছিল। আর তিনি নাকি সেই প্রস্তাব ফিরিয়েও দিয়েছেন ! স্বাভাবিকভাবেই এই খবর রটতে নেটিজেনদের মনে প্রশ্ন উঠেছিল, বলিউডের এত বড়মাপের একটি প্রোডাকশন হাউজ ‘ধর্মা প্রোডাকশনস্’। সেই প্রযোজনা সংস্থার তরফে দেওয়া প্রস্তাব কেন ফেরালেন অঙ্কিতা ? তবে, অঙ্কিতার টিমের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে, তার কাছে এই নিয়ে কোনোরকম অফার আসেনি।

প্রসঙ্গত, অন্য একটি ওয়েব সিরিজে বর্তমানে কাজ করছেন অঙ্কিতা। ফলত, তিনি এখন অন্য প্রোজেক্টে মনোনিবেশ করার সময়ও সেই অর্থে পাবেনা। তবে, বাজারে যে খবর রটেছে অঙ্কিতার নাকচ প্রস্তাব নিয়ে, তা যে ভুল, তা স্পষ্ট করে দিয়েছেন অভিনেত্রী।

Related Articles