বিনোদন

ফের ঐতিহাসিক চরিত্রে অঙ্কিতা, কোন চরিত্রে অভিনয় করবেন তিনি?

Ankita again in a historical role, which role will he play?

The Truth Of Bengal :  সদ্য মুক্তি প্রাপ্ত স্বতন্ত্র বীর সাভারকর’ ছবিতে অঙ্কিতার অভিনয় দর্শকের নজর কেড়েছে। এ বার নগরনটী আম্রপালীর চরিত্রে দেখা যাবে অঙ্কিতা লোখন্ডেকে। আম্রপালীর জীবনের প্রেক্ষাপটে একটি ওয়েব সিরিজ়ের কাজ শুরু হতে চলেছে।

সেখানে লিড রোলে অভিনয় করবেন অঙ্কিতা বলে জানিয়েছেন সিরিজ়টির ক্রিয়েটর সন্দীপ সিংহ। এই সিরিজ়ে একজন নর্তকী থেকে বৌদ্ধধর্মের প্রতি আম্রপালীর সমর্পণকে তুলে ধরা হবে। বলে জানা গেছে।

 

Related Articles