কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অঞ্জনের মৃণাল শ্রধাঞ্জলি
Anjan's Mrinal tribute at the Kolkata International Film Festival

The Truth Of Bengal : আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপরেই শীতের মরশুমেই শুরু হয়ে যাবে কলকাতার চলচ্চিত্র পার্বণ। প্রতিবছরের মত এই বছরেও অনুষ্ঠিত হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এই উৎসবে সিনেমাপ্রেমী মানুষদের উপচে পড়া ভিড় হয় দেখার মত। ২০২৩ সালে ২৯ তম এই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ৫ থেকে ১২ই সেপ্টেম্বর অর্থাৎ এক সপ্তাহব্যাপী অনুষ্ঠিত হতে চলেছে।
তবে এবারের প্রদর্শিত হওয়া একগুচ্ছ বাংলা সিনেমার মধ্যে রয়েছে অঞ্জন দত্ত ও নীল দত্ত প্রযোজিত ছবি ‘চালচিত্র এখন’। মৃণাল সেনের সাথে অঞ্জন দত্তের সম্পর্কের নেপথ্যে থেকে তৈরি হয়েছে এই সিনেমা। কিংবদন্তি শিল্পী তথা পরিচালক মৃণাল সেনের শততম জন্মবার্ষিকীতে এই ছবি শ্রদ্ধাঞ্জলি হিসেবে নিবেদন করেছিলেন অঞ্জন দত্ত।
উল্লেখ্য, এই ছবিতে মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন অঞ্জন দত্ত। প্রসঙ্গত ১৯৮১ সালে মৃণাল সেনের নির্দেশনা কালজয়ী ছবি ‘চালচিত্র’ মুক্তি পেয়েছিল বড় পর্দায়। সেই ছবিতে অভিনয় করেছিলেন অঞ্জন দত্ত নিজে। সেখান থেকেই রিয়েল লাইফে মৃণাল সেনের সঙ্গে তার সম্পর্ক তুলে ধরা হয়েছে অঞ্জন দত্তের ‘চালচিত্র এখন’ ছবিতে।
FREE ACCESS