বিনোদন

ওয়েব সিরিজের প্রচারে অনির্বাণ-‘রাজুদা’, ভাইরাল ভিডিও

Anirban-'Rajuda', viral video in promotion of web series

Truth Of Bengal: সোশ্যাল মিডিয়ার জামানায় কে কখন ভাইরাল হয় বলা যায় না। বিগত কয়েক বছরে বহুজনই বিভিন্ন ভাবে ভাইরাল হয়েছেন। সে রানু মন্ডল থেকে শুরু করে  ভুবন বাদ্যকরই হোক বা ডলি চাওয়ালা। ইদানিং সেই তালিকায় জুড়েছেন দি ফেমাস ‘রাজুদা’। পেশায় পরোটা বিক্রেতা ‘রাজুদা’ এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

তাকে চেনেন না এখন মানুষ নেই বললেই চলে। তবে এবার নতুন পালক জুড়ল ‘রাজুদা’ মুকুটে। পরোটা বিক্রেতা ‘রাজুদা’কে এবার দেখা গেল ওয়েব সিরিজের প্রচারে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সেই ভিডিও। যা মুহুর্তেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে অনির্বাণ চক্রবর্তীর নতুন ‘একেনবাবু’ সিরিজের একটি প্রচার ভিডিও। আর সেখানেই দেখা মিলেছে পরোটা বিক্রেতা ‘রাজুদা’র। ভিডিওতে দেখা যাচ্ছে, সকাল সকাল কলকাতার রাস্তায় কচুরি খাওয়ার আশায় হন্যে হয়ে ঘুরছেন অভিনেতা অনির্বাণ ওরফে একেনবাবু।

অন্যদিকে, রাজুদার পরোটার দোকেন উপচে পড়া ভিড়। সেখানেই এসে পৌঁছন একেনবাবু। ৩০ টাকায় ৩ টে পরোটা চেটেপুটে খেয়ে একেনবাবু তো বেজায় খুশি সেকি। পেট ভর্তি পরোটা খেয়ে রাজুদার নতুন নামকরণ করলেন একেনবাবু- ‘পকেটদার রাজু পরোটা।’ ২৩শে জানুয়ারি হইচই-তে আসছে একেনবাবু। আর তার আগেই ওয়েব সিরিজের প্রচারে অভিনেতা অনির্বাণ চক্রবর্তীর সঙ্গেই দেখা গেল রাজুদাকে। সেই প্রচার ভিডিওই এখন ভাইরাল।

Related Articles